• রাজনীতি

    লংগদু-বাঘাইছড়ি-জুরাছড়িতে শান্তিপূর্ণ ভোট সম্পন্ন-চলছে গননা।

      প্রতিনিধি ৭ ফেব্রুয়ারি ২০২২ , ১০:৫৮:০৯ প্রিন্ট সংস্করণ

    আরিফুল ইসলাম কারীমী-স্টাফ রিপোর্টারঃ

    প্তম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাঙামাটির জেলার লংগদু, বাঘাইছড়ি,ও জুরাছড়ি উপজেলার ১৭ ইউনিয়নের শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে।সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হলেও শীত উপেক্ষা করে নির্ধারিত সময়ের অনেক আগেই বিভিন্ন বয়সী নারী পুরুষ ভোটকেন্দ্রে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা গেছে।

    শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের জন্য ৩ উপজেলায় মোট ১৫ প্লাটুন বিজিবি, ১ হাজার পুলিশ ও ৩ হাজার আনসার মোতায়ন করা হয়েছে, পাশাপাশি স্টাইকিং ফোর্স হিসাবে প্রতি উপজেলায় ২ প্লাটুন করে মোট ৬ প্লাটুন র‍্যাব মাঠে রয়েছে। এছাড়া ১৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম।

    ৩ উপজেলার ১৭ ইউনিয়নের ১৫৮টি ভোট কেন্দ্রে মোট ১ লাখ ২৮ হাজার ৩শত ৬৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।১৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৯, সাধারণ সদস্য পদে ৪১৫ এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ