• Uncategorized

    রোহিঙ্গা ক্যাম্পে স্থানীয়দের বর্তমান অবস্থা তুলে ধরলেন উখিয়া উপজেলা ছাত্রলীগের সফল সাধারণ সম্পাদক ইব্রাহিম আজাদ।

      প্রতিনিধি ১৭ জানুয়ারি ২০২১ , ৪:২২:১৪ প্রিন্ট সংস্করণ

    রোহিঙ্গা ক্যাম্পে স্থানীয়দের বর্তমান অবস্থা তুলে ধরলেন উখিয়া উপজেলা ছাত্রলীগের সফল সাধারণ সম্পাদক ইব্রাহিম আজাদ।

    বালুখালী কাশেমিয়া উচ্চ বিদ্যায়ের খেলার মাঠ বর্তমান পরিচয় ক্যাম্প ৯ এর সিআইসি অফিস এর প্রবেশ পথ!
    আর এই সি আইসি অফিস এর চারি দিকে দীর্ঘ ৩০ বছর ধরে বসবাস করে স্থানীয় প্রায় ৫২টি পরিবার!

    কিন্তু আজ তিন মাস ধরে এই ৫২ পরিবারের জনসাধারণের একমাত্র প্রবেশ পথটি কাটা তারের বেরা দিয়ে ঘিরে রেখেছে!

    আজকে দেখলাম স্থানীয় আব্দুল হক সওদাগর সারাদিন দোকানে পরিশ্রম করে পরিবারের সবার মূখে খাবার তুলে দেওয়ার জন্য! আর সেই দোকান বন্ধ করে যখন রাত ১০টায় বাড়ীতে যাই তখন সেই ৪০ বছরের পরিচিত ৫ মিনিটের পথ এখন পায়ে হেটে দীর্ঘ ১ কিলোমিটার পথ ঘুরে ১ঘন্টা অতিবাহিত করে বাড়ীতে পৌচাতে হচ্ছে!!

    এমনটা হওয়ার তু কথা ছিলনা, এমনটা তু আমরা আশা ও করিনা!

    মাননীয় উপজেলা নির্বাহী অফিসার উখিয়া মহোদয় বিষয়টা জনগুরুত্বপুর্ণ উখিয়া উপজেলার স্থানীয় জনসাধারণের অভিবাবক আপনি, এই জনগুরুত্বপুর্ণ বিষয়টি নিয়ে আপনার সহযোগীতা আশা করি, আপনার মাধ্যমে বন্ধ হয়ে যাওয়া ৫২ পরিবারের ৩০০শত স্থানীয় মানুষের একমাত্র চলাচলের রাস্তা ফিরে পাব আশাবাদী।

    ইব্রাহিম আজাদ।৷ ফরিদুল আলম বাপ্পি কক্সবাজার জেলা প্রতিনিধি ঃ

    বালুখালী কাশেমিয়া উচ্চ বিদ্যায়ের খেলার মাঠ বর্তমান পরিচয় ক্যাম্প ৯ এর সিআইসি অফিস এর প্রবেশ পথ!
    আর এই সি আইসি অফিস এর চারি দিকে দীর্ঘ ৩০ বছর ধরে বসবাস করে স্থানীয় প্রায় ৫২টি পরিবার!

    কিন্তু আজ তিন মাস ধরে এই ৫২ পরিবারের জনসাধারণের একমাত্র প্রবেশ পথটি কাটা তারের বেরা দিয়ে ঘিরে রেখেছে!

    আজকে দেখলাম স্থানীয় আব্দুল হক সওদাগর সারাদিন দোকানে পরিশ্রম করে পরিবারের সবার মূখে খাবার তুলে দেওয়ার জন্য! আর সেই দোকান বন্ধ করে যখন রাত ১০টায় বাড়ীতে যাই তখন সেই ৪০ বছরের পরিচিত ৫ মিনিটের পথ এখন পায়ে হেটে দীর্ঘ ১ কিলোমিটার পথ ঘুরে ১ঘন্টা অতিবাহিত করে বাড়ীতে পৌচাতে হচ্ছে!!

    এমনটা হওয়ার তু কথা ছিলনা, এমনটা তু আমরা আশা ও করিনা!

    মাননীয় উপজেলা নির্বাহী অফিসার উখিয়া মহোদয় বিষয়টা জনগুরুত্বপুর্ণ উখিয়া উপজেলার স্থানীয় জনসাধারণের অভিবাবক আপনি, এই জনগুরুত্বপুর্ণ বিষয়টি নিয়ে আপনার সহযোগীতা আশা করি, আপনার মাধ্যমে বন্ধ হয়ে যাওয়া ৫২ পরিবারের ৩০০শত স্থানীয় মানুষের একমাত্র চলাচলের রাস্তা ফিরে পাব আশাবাদী।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ