• আইন ও আদালত

    রামপুরায় ঘাতক বাসচালক আটক, ১০ বাসে আগুন

      প্রতিনিধি ২৯ নভেম্বর ২০২১ , ৬:৫৪:৩১ প্রিন্ট সংস্করণ

    রাজধানীর রামপুরায় বাসচাপায় মাঈনুদ্দিন মাহিন নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। ওই শিক্ষার্থীর নিহতের ঘটনাকে কেন্দ্র করে ঘটনাস্থলে জড়ো হয়ে সড়ক অবরোধ করেছে উত্তেজিত জনতা। প্রতক্ষ্যদর্শীরা জানান, এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ১০টি বাসে আগুন দিয়েছে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত পৌনে এগারোটার দিকে রামপুরা বাজারের সামনে এ ঘটনা ঘটে। তারা জানান, রামপুরা বাজারের সামনে বাসের কন্ডাক্টরের সঙ্গে ভাড়া নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে মাহিন নামের এক কলেজ ছাত্রকে বাস থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় ওই বাসের হেলপার।

    রাস্তায় পড়ে যায় সে, এরপর চলন্ত বাস, তার মাথার উপর দিয়ে চালিয়ে পালিয়ে যায়। এতে ঘটনা স্থলেই মাহিনের মৃত্যু হয়। নিহত মাঈনুদ্দিন রামপুরা একরামুন্নেসা বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ