• Uncategorized

    জীবননগর উপজেলার কৃষকদের মাঝে আমন ধানের বীজ ও সার বিনামূল্য বিতরণ 

      প্রতিনিধি ২৬ আগস্ট ২০২০ , ১:২৬:২৭ প্রিন্ট সংস্করণ

    মো: রাশেদুল  ইসলাম ( রাশেদ)-চুয়াডাঙ্গা  জেলা প্রতিনিধি:

    চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায়  জীবননগর উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে জীবননগর উপজেলার বিভিন্ন গ্রামের কৃষকদের মাঝে আমন ধানের বীজ ও সার বিনামূল্য বিতরণ করা হয়।

     

    জীবননগর উপজেলার সূত্র থেকে জানা যায়, করোনাভাইরাসের এই ক্রান্তিকালে জীবননগর উপজেলার কৃষকেরা কৃষিদ্রব্য উৎপাদন করার ক্ষেত্রে নানা সমস্যায় জর্জরিত। বিশেষ করে কৃষকরা অর্থনৈতিক সংকটের কারণে কৃষিতে নিয়োজিত ফসলের বীজ ও সার প্রয়োগ নিয়ে চিন্তিত।

     

    এরই ধারাবাহিকতায় জীবননগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ হতে জীবননগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে ফসলের বীজ ও সার বিতরণ করা হয়।

     

    এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের  চেয়ারম্যান হাজী মোঃ হাফিজুর রহমান (হাফিজ), ভাইস চেয়ারম্যান জনাব মোঃ আব্দুস সালাম (ইশা), মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আয়েশা সুলতানা (লাকী) সহ জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ শারমিন সুলতানা।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ