• Uncategorized

    মতলব উত্তরে মাদ্রাসা ছাত্রী ২৫ দিন ধরে নিখোঁজ, অপহরণের অভিযোগে মামলা

      প্রতিনিধি ১৬ ফেব্রুয়ারি ২০২১ , ৮:৪০:৫৮ প্রিন্ট সংস্করণ

    মতলব উত্তরে মাদ্রাসা ছাত্রী ২৫ দিন ধরে নিখোঁজ, অপহরণের অভিযোগে মামলা

    মতলব উত্তরে মাদ্রাসা ছাত্রী ২৫ দিন ধরে নিখোঁজ, অপহরণের অভিযোগে মামলা

     

    আওলিয়াবাগ মাদ্রাসার ৮ম শ্রেণির এক ছাত্রী গত ২৫ দিন ধরে নিখোঁজ রয়েছেন। ওই ছাত্রীকে অপহরণ করা হয়েছে অভিযোগ এনে একটি মামলা করেছেন তার জেঠা।

    নিখোঁজ ছাত্রীর নাম রিয়ামনি (১৫)। সে মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের হানিরপার গ্রামের মৃত রানার মেয়ে।

    মামলা সূত্রে জানা যায়, রিয়ামনি কলাকান্দা ইউনিয়নের আউলিয়াবাগ মাদ্রাসায় আসা যাওয়ার পথে আশরাফ উদ্দিনের ছেলে রাকিব হোসেন (২০) প্রায় সময় রিয়ামনিকে উত্যাক্ত করত ৷ রিয়ামনি তার পরিবারকে জানালে রাকিব হোসেন ক্ষিপ্ত হয়ে ২১ জানুয়ারী সকাল ৯টায় রিয়ামনি ছেংগারচর বাজারে যাওয়ার পথে কলাকান্দা রোড আইডিয়াল স্কুলের মোর থেকে হানিরপার গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে রাকিব হোসেন( ২০) , সহর আলীর ছেলে ইসমাইল ( ৩৬) ইউসুফ আলী ( ২৮) ,সজিব হোসেন ( ৩২) সহ অজ্ঞাতনামা আরো ২/ ৩ জন জোর পূর্বক রিয়ামনিকে সিএনজিতে তুলে নিয়ে যায় ৷ এর পর থেকে এখন পর্যন্ত রিয়ামনি নিখোজ রয়েছে ৷

    এব্যপারে রিয়ামনির জেঠা জাকির হোসেন ( ৪৮) পিতা- বাচ্চু বেপারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনাল আদালতে ১ ফেব্রুয়ারী ২০২১ইং তারিখে একটি মামলা দায়ের করেছেন ৷

    ওই ছাত্রীর মা মরজিনা আক্তার বলেন, রাকিব হোসেন আমার মেয়েকে বিরক্ত করতো এবং তাকে বিয়ে এবং নানা ধরনের প্রস্তাব দিতো। বিষয়টি আমার মেয়ে পরিবারকে জানালে রাকিব হোসেন ক্ষিপ্ত হয়ে তাকে জোর করে সিএনজিতে তুলে নিয়ে যায়। গত ২৫ দিন হয়ে গেলেও আমার মেয়ের কোনও খোঁজ পাচ্ছি না। আমি আইনের দ্বারস্থ হয়েছি। আমি মেয়েকে ফেরত চাই।’

    রাকিব হোসেনের সাথে যোগাযোগ করার চেস্টা করে তাকে পাওয়া যায়নি ৷
    ইসমাইল বেপারী,ইউসুফ আলী ও সজিব হোসেনের পিতা- সহর আলী জানান, আমার ৩ ছেলের নামে মিথ্যা মামলা করা হয়েছে তারা উক্ত ঘটনার সাথে জড়িত না ৷

    মামলার বাদী জাকির হোসেন জানান,রাকিব হোসেন আমার বাতিজি রিয়ামনিকে বিয়ের প্রলোবন দেখিয়ে তার সাথে মিসতে শুরু করে আমরা বিষয়টি আন্তাজ করতে পেরে কলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোবহান সরকার সুভার সরাপন্হ হলে রিয়ামনি প্রাপ্ত বয়স্কা না হওয়া পর্যন্ত তার সাথে কোন প্রকার যোগাযেগ নাকরার সর্থে মুসলেকা দিয়ে রাকিবকে ছেড়ে দেওয়া হয় ৷

    তার পরেও চেয়ারম্যানের কথা অমান্য করে রাকিব হোসেন রিয়ামনির সাথে নিয়মিত যোগাযোগ করতো এবং পুর্ব পরিকল্পিত ভাবে তাকে সিএনজি করে তুলে নিয়ে যায় ৷ এখন পর্যযন্ত আমার ভাতিজির কোন খোজ পাইনাই আমি ভাতিজি রিয়ামনিকে ফেরত চাই এবং অপহরন কারীদের দৃস্টান্তমুলক সাস্তির দাবি জানাচ্ছি ৷

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ