• রাজশাহী বিভাগ

    রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল জয়ী

      প্রতিনিধি ১৭ অক্টোবর ২০২২ , ১২:৩৮:৪৮ প্রিন্ট সংস্করণ

    মমিনুল ইসলাম মুন-বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:

    রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল তার প্রতিদ্বন্দ্বি আক্তারুজ্জামান এর চেয়ে ৩৮ ভোট বেশী পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ৬০১ ভোট ও তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী আক্তারুজ্জামান আক্তার পেয়েছেন ৫৬৬ ভোট।

    রাজশাহী জেলার নয়টি উপজেলার বিভিন্ন কেন্দ্রের প্রাপ্ত ভোটের ফলাফল অনুযায়ী জানা যায়, গোদাগাড়ী উপজেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল ভোট পেয়েছেন ৬৮ টি ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আখতারুজ্জামান আখতার ভোট পেয়েছেন ৭৪টি, দুর্গাপুরে মীর ইকাবল পেয়েছেণ ৫৫ টি, আখতার পেয়েছেন ৫১ টি, পুঠিয়ায় মীর ইকবাল পেয়েছেন ৪৫ টি,

    আখতার পেয়েছেন ৪৯ টি, তানোরে মীর ইকবাল পেয়েছেন ৭৩ টি, আখতার পেয়েছেন ৪৪ টি, চারঘাটে মীর ইকবাল পেয়েছেন ৪৮ টি, আখতার পেয়েছেন ৪২ টি, পবায় মীর ইকবাল পেয়েছেন ৮১ টি, আখতার পেয়েছেন ৮৮ টি, বাঘায় মীর ইকবাল পেয়েছেন ৭১ টি, আখতার পেয়েছেন ৪৯ টি, মোহনপুরে মীর ইকবাল পেয়েছেন ৪৮ টি, আখতার পেয়েছেন ৪৫ টি এবং বাগমারায় মীর ইকবাল পেয়েছেন ১১২ টি,আখতার পেয়েছেন ১২১ টি ভোট।বেসরকারিভাবে প্রত্যেকটি কেন্দ্রের তথ্যমতে এই ফলাফল টি জানাজায়।

    আওয়ামী লীগের দলীয় প্রার্থী ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জয়ী হওয়ায় মহানগর ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন। সেইসাথে সমগ্র জেলা জুড়ে চলছে বিজয়ের উচ্ছ্বাসের মাতম। প্রতিটি উপজেলা ও ইউনিয়ন পরিষদে বইছে আনন্দের জোয়ার।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ