• Uncategorized

    মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম-২০২০ উপলক্ষে জনসচেতনতা সভা অনুষ্ঠিত।।

      প্রতিনিধি ৯ অক্টোবর ২০২০ , ৮:৪১:৩৫ প্রিন্ট সংস্করণ

    মু,হেলাল আহম্মেদ(রিপন)পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

    সারাদেশে মা ইলিশ রক্ষায় প্রশাসন ইতি মধ্যে ব্যপক ভূমিকা পালন করছেন এরই ধারাবাহিকতায়।ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম অভিযান-২০২০ উপলক্ষে পটুয়াখালীর বাউফলে জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত হয়েছে আজ।

    গত বৃহস্পতিবার (০৮ অক্টোবর-২০২০ ইং) বেলা এগারোটার সময় উপজেলার কালাইয়া ইউনিয়নের উত্তর শৌলা বাজারে উপজেলা মৎস্য দফতরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

    সভায় স্থানীয় প্রায় অর্ধশতাধিক জেলের উপস্থিতিতে জনসচেতনতা মুলক আলোচনা করেন, উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন, জেলে সমিতির সভাপতি মোতাহার মাতুব্বর সহ আরো অনেকে।

    উল্লেখ্য:: প্রতি বছরের ন্যায় আগামি ১৪ অক্টোবর-২০২০ ইং থেকে ০৪ঠা নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম অভিযান চলবে ꫰ এসময় সারাদেশে ইলিশ আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়বিক্রয় ও বিনিময় সম্পূর্ন নিষিদ্ধ করা হয়েছে।

    সরকারী এই নিষেধাজ্ঞা অমান্যকারীকে সর্বোচ্চ ০২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা পাচঁ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড এমনকি উভয় দন্ডে দন্ডিত করা হবে বলে জানান।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ