• Uncategorized

    সুজানগর থানার কৌশলগত অভিযানে চুরি হওয়ার পাঁচ ঘন্টার মধ্যে চোর গ্রেফতার এবং চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার।

      প্রতিনিধি ২৬ নভেম্বর ২০২২ , ৫:১২:৪০ প্রিন্ট সংস্করণ

    শিহাব আহম্মেদ-পাবনা প্রতিনিধি:

    মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ আকবর আলী মুন্সী মহোদয়ের নির্দেশনায় সুজানগর থানাকে মাদক ও সকল প্রকার অপরাধ মুক্ত করার লক্ষ্যে সুজানগর থানার একটি অভিযানিক দল কর্তৃক ২৬/১১/২০২২ তারিখ পাবনা জেলার আমিনপুর ও বেড়া থানা এলাকায় অভিযান চালিয়ে তিনজন সংঘবদ্ধ মোটরসাইকেল চোরকে চুরি যাওয়া মোটরসাইকেল সহ আটক করা হয়েছে। উল্লেখ যে, চোররা সুজানগর থানার সাতবাড়ীয়া বাজার হইতে গত ইং ২৫/১১/২০২২ তারিখ জুম্মার নামাজের সময় মোটরসাইকেলটি চুরি করে পাবনা জেলার বেড়া থানাধীন বাকসোয়া গ্রামে নিয়ে যায়। তথ্য প্রযুক্তির মাধ্যমে উক্ত মটরসাইকেল টি বেড়া থানাধীন বাগসোহা গ্রাম হইতে উদ্ধার করা হয়। তাদের সকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে পাবনা আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

    মোটরসাইকেল চোরেরা হলোঃ-
    ১. মোঃ সানি প্রামানিক(১৯), পিতা-মোঃ টিপু প্রামানিক , গ্রাম- রাধানগর, থানা- সুজানগর, জেলা ২. মোঃ রাসেল রহমান (২৪), পিতা-মোঃ মখলেছুর রহমান গ্রাম- বাগসোহা, ৩. মোঃ সোহেল রানা ওরফে সাদ্দাম শেখ(৩১), পিতা-মোঃ শাহ আলম শেখ , গ্রাম- সোনা পদ্মা,

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ