• চট্টগ্রাম বিভাগ

    মামলার নথি না দেওয়ায় কুমিল্লা জেলা প্রশাসকসহ ৩জনের বিরুদ্ধে হাইকোর্টের রুল জারি

      প্রতিনিধি ১৭ ডিসেম্বর ২০২২ , ৫:১৩:০৬ প্রিন্ট সংস্করণ

    স্টাফ রিপোর্টার:

    সাংবাদিক আব্দুল্লাহ আল মানছুরকে মোবাইল কোর্ট কর্তৃক প্রদত্ত সাজার মামলার সম্পূর্ণ নথি সরবাহ করার জন্য কেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবীদ্বার কুমিল্লাকে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে বৃহস্পতিবার ১৫.১২.২০২২ইং মহামান্য হাইকোর্ট রুল জারি করেন। কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট দেবীদ্বার  উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা প্রশাসক কার্যালয়ের জে.এম শাখার সহকারী কমিশনারকে রুলের জবাব দিতে বলা হয়েছে। মহামান্য হাইকোর্ট বিভাগের বিচারপতি জাফর আহমেদ এবং বিচারপতি বশির উল্লাহ’র হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটকারী বীরমুক্তিযোদ্ধা আক্তারুজ্জামানের পুত্র সাংবাদিক আব্দুল্লাহ আল মানছুরের পক্ষে রিটের শুনানী করেন হাইকোর্ট এর আইনজীবী এডভোকেট মোঃ নাজমুস সাকিব।

    উল্লেখ্য যে, গত ১৪.৫.২০১৯ইং কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার ভানী ইউনিয়নের খাদঘর এলাকায় বিনামূল্যে হতদরিদ্রদের মাঝে বিতরনে অনিয়ম হচ্ছে এমন তথ্য ছড়িয়ে পরলে, অনিময়ের চিত্র ও সংবাদ সংগ্রহ করতে ঘটনাস্থলে সাংবাদিক আব্দুল্লাহ আল মানছুর উপস্থিত হয়ে বস্তু নিষ্ঠ সংবাদ প্রকাশ করার লক্ষে তাহার ক্যামেরায় অনিয়মের চিত্র ধারন করার চেষ্টা করলে তাৎক্ষনিক তৎকালীন দেবীদ্বার উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট রবীন্দ্র চাকমা দণ্ডবিধির ৩৫৩ ধারা মোতাবেক সরকারী কাজে বাঁধা প্রদান করার অভিযোগে তাকে ১৫ দিনের কারাদন্ড দেওয়া দেন। অথচ সে সময়ে কিছু পত্রিকা ও সরকার অনুমোদনহীন অনলাইন নিউজ পোর্টাল বস্তুনিষ্ঠ সংবাদের বিপরীতে মিথ্যা সংবাদ সাজিয়ে বিভিন্ন অরুচিশীল নোংরা শব্দ ব্যবহার  করে সাংবাদিক আব্দুল্লাহ আল মানছুর এর বিরুদ্ধে সংবাদ প্রকাশিত করে যা নির্বাহী ম্যাজিষ্ট্রেটের রায়ের বিপরীত। এমন মিথ্যা বানোয়াট ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটের রায়ের বিপরীত শব্দ ব্যবহার করে পত্রিকাতে ও অনলাইনে সংবাদ প্রকাশ করায় সম্পাদক সাংবাদিকসহ ১২জনের বিরুদ্ধে সাংবাদিক আব্দুল্লাহ আল মানছুর বাদী হয়ে বিজ্ঞ সাইবার ট্রাইব্যুনাল আদালত চট্টগ্রামে মামলা দায়ের করেন, মামলা নং:৩৩৫/২০২২। পরবর্তীতে সাইবার মামলাটি সাইবার আদালত খারিজ করে দিলে মামলার বাদী উক্ত রায়ের বিরুদ্ধে মহামান্য হাইকোর্ট বিভাগে আপীল করেন। আপীল শুনানীকালে বিগত ২০.১১.২০২২ তারিখে বিচারপতি শেখ হাসান আরিফ এরসাংবাদিক আব্দুল্লাহ আল মানছুরের চট্টগ্রাম মোবাইল কোর্ট মামলার রায়ের কপি দেখতে চান। তখন রিটকারির আইনজীবী এডভোকেট মোঃ নাজমুস সাকিব আদালতকে জানান যে, ইউএনও নথির নকল দিচ্ছেন না। পরবর্তীতে এরই ধারাবাহিকতায় মোবাইল কোর্ট মামলার সম্পূর্ণ নথি পাওয়ার জন্য মাননীয় হাইকোর্ট বিভাগে বিগত ০৪.১২.২০২২ তারিখে কুমিল্লা জেলা প্রশাসকসহ ৩জনের বিরুদ্ধে রিট দায়ের করেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ