• চট্টগ্রাম বিভাগ

    মুকুন্দপুরে মুক্তিযুদ্ধ মনুমেন্ট ও বিশ্রামাগার নির্মাণ কাজের শুভ উদ্বোধন

      প্রতিনিধি ১১ ফেব্রুয়ারি ২০২২ , ২:৩৬:২০ প্রিন্ট সংস্করণ

    শাহনেওয়াজ শাহ্ঃ-ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ

    বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের মুকুন্দপুরে পর্যটন সুবিধাদি সৃষ্টির লক্ষ্যে মুক্তিযুদ্ধ মনুমেন্ট ও বিশ্রামাগার নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। ১১ ফ্রেবয়ারী শুক্রবার সকাল ১১ টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের উদ্যোগে নির্মিত কাজের ভিত্তিপ্রস্তর করেন।

    এসময়ে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোঃ সাহগীর আহামেদ ও পুলিশ সুপার মোঃ আনিছুর রহমান খাঁন, ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবি সমিতির সভাপতি ও বিজয়নগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বিজয়নগর উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান এডঃ তানবীর ভূঞা, জেলা পরিষদের সদস্য ও বিজয়নগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডঃ জহিরুল ইসলাম ভূইয়া, বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা মুকাই আলী,বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ ইরফান উদ্দিন আহামেদ,বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মীর্জা মোহাম্মদ হাছানসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, উপজেলা আওয়ামী লীগের সকল নেতাকর্মীবৃন্দ, মুক্তিযোদ্ধা,সাংবাদিকবৃন্দ ও অন্যান্য অতিথিবৃন্দ প্রমুখ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ