• Uncategorized

    মতলব উত্তর মোহনপুর ইউনিয়ন আ.লীগের উদ্যােগে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

      প্রতিনিধি ২২ ফেব্রুয়ারি ২০২১ , ৬:৫৫:৪৭ প্রিন্ট সংস্করণ

    মতলব উত্তর উপজেলার মোহনপুরে  বিনম্র শ্রদ্ধায় ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। মোহনপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যােগে ভোরে মোহনপুর ইউনিয়ন আওয়ামীগ অফিস প্রাঙ্গন হতে  বর্ণাঢ্য প্রভাত ফেরী বের হয়ে মোহনপুরের  গুরুত্ব পুর্ণ সড়ক প্রদিক্ষণ শেষে দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদের আত্মার প্রতি শ্র্রদ্ধা নিবেদন করেন, দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয় শিক্ষকগণ,মোহনপুর ইউনিয়ন আওয়ামীলীগ,মুক্তিযোদ্ধা সংসদ,মোহনপুর ইউনিয়ন কৃষকলীগ,শ্রমিকলীগ,মহিলালীগ,  যুবলীগ,ছাত্রলীগ সহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন ৷ ফুল দিয়ে আলোচনা সভা ও মিলাদ ও দোয়া অনুষ্ঠানে অংশ গ্রহন করেন অতিথিবৃন্দ।

    মোহনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই প্রধানের  সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ুন হাওলাদারের সঞ্চালনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বত্তব্য রাখেন,বিশিস্ট ব্যবসায়ী,কেন্দ্রীয় আওয়ামী প্রচারলীগের সিনিয়র সহ-সভাপতি মোহনপুর পর্যটন লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক  কাজী মিজানুর রহমান, তিনি বলেন,শহীদদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি মাতৃভাষা। এই আমাদের বাংলা ভাষাকে যথাযথ সম্মান দিয়ে ব্যবহার করতে হবে সবাইকে। তিনি ৫২ এর ভাষা আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।

    আরও বত্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী প্রচারলীগের সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান,মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের সদস্য রাধেশ্যাম সাহা বাবু চান্দু, দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুনসুর আহমেদ উপজেলা যুবলীগের সদস্য কাজী হাহিবুর রহমান  প্রমুখ৷আলোচনা শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মোহনপুর বাজার জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ তাজুল ইসলাম ৷

    এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা কাজী গোলাম হোসেন, হানিফ প্রধান মোহনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি বিল্লাল হোসেন তপদার,সহসভাপতি হুমায়ুন কবির,সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয়,সাংগঠনিক সম্পাদক কাজী মতিউর রহমান, ইউনিয়ন মহিলালীগের সভানেত্রী মানছুরা হাওলাদার,সাধারণ সম্পাদিকা লাভলি বেগম ,যুবলীগ নেতা ইসমাইল হোসেন,শামিম,মারুফ,উজ্জল সহ  মোহনপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ