• Uncategorized

    মতলব উত্তরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা

      প্রতিনিধি ১৫ মার্চ ২০২১ , ২:৫৮:০৫ প্রিন্ট সংস্করণ

    মুজিববর্ষের শপথ করি, প্লাস্টিক দূষণ রোধ করি এই স্লোগানকে সামনে রেখে ১৫ মার্চ সোমবার  বিকেলে মতলব উত্তর উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা  নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে ইউএনও  স্নেহাশীষ দাসের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো. সাইফুল ইসলামের সঞ্চালনায়  আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওরঙ্গজেব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম,উপজেলা জনস্বাস্থ্য প্রকোশলী সজীব চন্দ্র দাস,পরিসংখান কর্মকর্তা মো. সাইদুল ইসলাম,কলাকান্দা ইউনিয়ন পরিষদের সচিব শ্যামল,মতলব উত্তর থানা পুলিশ প্রতিনিধি এসআই মো. ইমাম,সাংবাদিক ফারুক হোসেন ও মো. তুহিন ফয়েজ, ছেংগারচর বাজার কমিটির সভাপতি মো.মনির হোসেন,  মোহনপুর ইউনিয়ন পরিষদের সচিব মো. জসিম উদ্দিন প্রমুখ৷

    উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নেহাশীষ দাস বলেন,ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোক্তাদের আস্থা অর্জনে আরো বেশি সচেষ্ট  ৷ পণ্য ক্রয়-বিক্রয় ও সেবা প্রদানে যে কোনো অনিয়ম মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করে। তাই খাদ্যে ভেজাল মিশ্রণ প্রতিরোধে  সচেতন ব্যক্তিদের  নজরদারি রাখতে হবে । একই সঙ্গে জনস্বাস্থ্য রক্ষা ও পরিবেশ দূষণ রোধকল্পে বিভিন্ন ক্ষেত্রে পলিথিন ও প্লাস্টিকের যথেচ্ছ ব্যবহার রোধ করতে হবে ৷আলোচনা সভায় মতলব উত্তর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের  প্রতিনিধিগণ  উপস্থিত ছিলেন ৷

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ