• Uncategorized

    বিশ্বনাথে ভুলু শাহ’র মাজারের ওরস বন্ধের দাবীতে মতবিনিময় সভা সম্পন্ন

      প্রতিনিধি ৩ ফেব্রুয়ারি ২০২১ , ১০:৪৭:৫১ প্রিন্ট সংস্করণ

    সিলেটের বিশ্বনাথ উপজেলার ১নং লামাকাজী ইউনিয়নের ১নং ওয়ার্ডের শাহপুরস্হ ভুলু শাহ’র মাজারে প্রতিবছর ওরসের নামে অনৈসলামিক কর্মকান্ড হয়। এবছর বৃহত্তর লামাকাজীর আলেম-ওলামায়ে কেরাম ওরসের পরিবর্তে ওয়াজ মাহফিল করার আহবান জানান। আজ ০৩ ফেব্রুয়ারি ২০২১ইং বুধবার সকাল ১১ ঘটিকার সময় স্হানীয় ইউনিয়নের গোলচন্দ বাজারে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়।

    সিলেট সদরের ফতেহ পুর কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শামসুদ্দোহা এর সভাপতিত্বে ও লামাকাজী ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য ফয়ছল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা ছালিক আহমদ, লামাকাজী দারুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা মুফতী মঈনুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক ও লামাকাজী রাগীব রাবেয়া উচ্চ বিদ্যালয়ের গভর্নিংবডির সভাপতি ডা মো: শাহনুর হুসাইন
    বক্তরা বক্তব্যে বলেন

    লামাকাজী ইউনিয়ন ইসলামের একটি আদর্শিক স্থান। এখানে শায়িত রয়েছেন কাজীবাড়ী ছাব, সৎপুরী মুহতামিম ছাব, ফতেহপুরী ছাব, হামজাপুরী ছাব সহ অসংখ্য ওলী আউলিয়া। পাশাপাশি এতদঞ্চলে রয়েছে সৎপুর, ফতেহপুর, লামাকাজী, ভুরকী, কাজীবাড়ীর মতো ইসলামিক বড় বড় প্রতিষ্ঠান। এখানে উরসের নামে অশ্লীল, অনৈসলামিক কর্মকাণ্ড বন্ধ করে ইসলামিক মাহফিল করার জন্য আহবান জানান।পাশাপাশি আগামী ৬ তারিখে বার্ষিক ওরস বন্ধের জন্য প্রশাসনকে অনুরোধ করেন।

    এসময় বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসির) পক্ষে প্রতিনিধি এএসআই ফজলু  বলেন, এ বছর ওরসের নামে কোন অশ্লীল কর্মকাণ্ড  করতে দেয়া হবেনা। প্রয়োজন হলে আলেমদের মাধ্যমে  বিশেষ দু’আ ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে।
    ওরস বন্ধের দাবীতে এলাকার আলেম-ওলামা, রাজনীতিবিদ, মুরব্বিয়ানে কেরাম, যুবসমাজসহ সর্ব জনসাধারণ কঠোর অবস্থানে রয়েছেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ