• ধর্ম

    বিভ্রান্তন্তির বেড়াজালে ইসলাম ও মুসলমান-মুফতী আঃ কাদের কারিমী

      প্রতিনিধি ৪ মার্চ ২০২২ , ১২:০৮:২৫ প্রিন্ট সংস্করণ

    আলোকিত ইসলাম ডেস্ক:

    বর্তমান বিশ্বে ইসলাম ও মুসলমানদের বড়ই দুর্দিন চলছে।ইসলাম যেমন মজলুম ঠিক তেমনি মুসলমানও মজলুম। মুসলমান জুলুমের শিকার হচ্ছে কাফের -মুশরিকদের দ্বারা, আর ইসলাম জুলুমের শিকার হচ্ছে নামধারী মুসলমানদের দ্বারা। যাদের আকিদার মাঝে রয়েছে ভ্রান্তি।মানুষ আজ ইসলাম কে ঘষেমেজে নিজের সাথে ফিট করতে চাইছে। অতচ কর্তব্য হলো নিজেকে ঘসেমেজে ইসলামের সাথে ফিট করা। ইসলাম যেটা বলে সে অনুযায়ী জীবন গড়া। নিজের মত অনুযায়ী ইসলাম গড়া যাবেনা।

    বেশ কিছুদিন আগে একটি তথাকথিত ইসলামী রাজনৈতিক দলের পক্ষ নিযুক্ত একজন বিতর্কিত আলেম রেডিও -টেলিভিশনে নানা রকমের বিভ্রান্তিমূলক মাসআলা বয়ান করে জাতিকে গোমরাহ করার পায়তারা শুরু করেছেন। কিছুদিন আগে শুনলাম তিনি ফতোয়া দিয়েছেন উমরী কাযা বলতে কিছু নেই। অর্থাৎ নামাজ যদি কেউ ওয়াক্ত মত পড়তে না পারে বা কোন কারনবশত নামাজ ছুটে যায়, ওয়াক্ত থাকতে পুনরায় আদায় করতে না পারে, তাহলে ঐ নামাজ আর পড়া লাগবে না।সময় পেলে নাকী বেশি বেশি নফল আদায় করতে হবে।এর অর্থ হলো ফরজ নামাজ কে ঐচ্ছিক বিষয় বানিয়ে দেয়া।

    কোন রকম টালবাহানায় ওয়াক্ত যদি চলে যায়, তাহলে তো কাযা হয়ে গেল।আর যেটা একবার কাযা হয়ে যায় তা আর পড়া লাগবে না। এবার কোন মুসলমান যদি জীবনভর এরকম নামাজ না পড়ে তা হলে এতে তার কোন ক্ষতি হবেনা এবং দুশ্চিন্তা করতে হবেনা। কারন কাযা নামায বলতে কিছু নেই।
    অতচ রাসুল সাঃ এর খন্দকের যুদ্ধে চার ওয়াক্ত নামাজ কাযা হয়েছিলো।বানী মুসতালিকের যুদ্ধে ফজরের নামাজ কাযা হয়ে ছিল। এবং তিনি তা আযান সহকারে আদায়ও করেছেন। আল্লাহ তায়ালা আমাদের সহী

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ