• রাজনীতি

    বাউফল সহ ৪ টি উপজেলায় বাস বন্ধের প্রতিবাদে মানববন্ধন

      প্রতিনিধি ৬ মার্চ ২০২৩ , ৯:৪৮:০৪ প্রিন্ট সংস্করণ

    পটুয়াখানী জেলার বাউফল, দশমিনা,গলাচিপা,দুমকি মহাসড়কে বাস বন্ধের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার সর্বস্তরের জনগন

    সোমবার (৬ মার্চ) সকাল দশটায় দশমিনা বাস স্ট্যান্ড সামনে আঞ্চলিক মহাসড়কে ওপর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,২০০৫ সাল থেকেই বাউফল,গলাচিপা,দুমকি হয়ে ঢাকা রুডে বাস চলাচল করে,কিন্তু দীর্ঘ ছয় মাসেরও বেশি সময় ধরে, দশমিনা বাউফল গলাচিপা ঢাকা রুটের যাত্রীবাহী বাস বন্ধ থাকায় হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়ছে। বাস বন্ধ থাকায় কারণে দুই শতাধিক শ্রমিক কর্মচারী নিদারুন কষ্টে দিন কাটছে।পদ্মা সেতু সুফল থেকে থেকে বঞ্চিত হচ্ছে। এই তিন উপজেলার হাজার ও হাজারো মানুষ পণ্য পরিবহন কৃষি ও মৎস্য ব্যবসায়ীরা

    জানা গেছে,দশমিনা বাউফল ও গলাচিপা উপজেলা থেকে। দৈনিক ঢাকা গামী যাত্রী ১০ হাজার যাএী যাতায়াত করতো। গত ৫ ই আগস্ট থেকে দশমিনা থেকে ঢাকা গামী বাস বন্ধ করে দেয় পটুয়াখালীর মালিক সমিতি। জানা গেছে দীর্ঘ ২০ বছর ধরে বাস এই ৪ উপজেলা বাস চলাচল করে,পদ্মা সেতু খুলে দেওয়ার কিছুদিন পর পটুয়াখালীর মালিক সমিতি সিন্ডিকেট তৈরি করে দশমিনা ঢাকাগামী পরিবহন বন্ধ করে দেয়। এতে দশমিনা গলাচিপা বাউফল দুমকি উপজেলা লাখ লাখ মানুষ পদ্মা সেতু সুফল থেকে বঞ্চিত।

    এ সময় মানববন্ধনে উপস্থিত থেকে বহরমপুর ইউনিয়ন চেয়ারম্যান আসাদুলজ্জামান সোহাগ ও
    ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য আবু হানিফ বলেন,বিগত ছয় মাস ধরে ৪ টা উপজেলার লোক কস্ট করতেছে, পরিবার নিয়ে ঢাকা /বরিশাল যেতে চাইলে ভেঙে ভেঙে অনেক ভোগান্তি কস্টের সিকার হতে হচ্ছে,এই ষড়যন্ত্রের পিছনে যারা শরিক,তাদের আইনের আওতায় এনে, পুনরায় বাস চলাচল করতে পারে এই আবদার জানাচ্ছি

    মানববন্ধনে অংশগ্রহণ করা আমাদের সকল জনগনের একটা কথাই একটাই দাবি এ রুটে বাস আগে চলছে ও এখনো চলার দাবি যানই উর্ধতন কর্তৃপক্ষের কাছে.।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ