• দুর্ঘটনা

    বাউফলে ঝড়ের তান্ডবে লন্ডভন্ড; ঘর-বাড়ি সহ গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি

      প্রতিনিধি ১৯ জুন ২০২২ , ৬:৪১:৩৯ প্রিন্ট সংস্করণ

    আরিফুল ইসলাম কারীমী-স্টাফ রিপোর্টারঃ

    পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুর গ্রামে ঝড়ের তান্ডবে প্রায় অর্ধশত ঘরবাড়ি বিধ্বস্তসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গত রোববার দুপুর আড়াইটার দিকে প্রায় ১৫ মিনিট স্থায়ী ঝড়ে অনেক গাছপালা ভেঙে পড়ায় যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। বিদ্যুতের খুঁটি ভেঙ্গে যাওয়ায় বিদ্যুত বিচ্ছিন্ন হয়ে পড়েছে সম্পূর্ণ গ্রাম। সুত্রে জানা গেছে, রোববার সকাল থেকে উপজেলার সর্বত্র মুষল ধারায় বৃষ্টি হচ্ছিল। দুপুর আড়াইটার দিকে প্রচন্ড গতিতে ঝড় শুরু হয় উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুর গ্রামে।

    ১৫ মিনিট স্থায়ী এই ঝড়ের তান্ডবে গ্রামের অর্ধশত ঘরবাড়িসহ প্রায় শতাধিক গাছপালা উপড়ে পড়ে। বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সড়কে গাছ উপড়ে পড়ে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয়রা নিজ উদ্যোগে যোগাযোগ ব্যবস্থা চালু করার চেষ্টা করছেন। মমিনপুর গ্রামের বাসিন্দা গোলাম মোস্তফা নামে এক দিনমজুর বলেন, সারা দিন অঝোরে বৃষ্টি হওয়ায় কাজ না পাওয়ার কারনে ঘরেই ছিলাম। হঠাৎ করে দুপুর আড়াইটার দিকে অল্প সময়ের ঝড়ে আমার সব শেষ কইরা দিছে। মাথা গোজার ঠাঁই টুকু শেষ হয়ে গেল।

    এখন কোন আশ্রয়কেন্দ্রে অথবা খোলা আকাশের নীচে থাকতে হবে। হতদরিদ্র ফরিদ দফাদার বলেন, এনজিও থেকে লোন নিয়ে দুইমাস পূর্বে ঘরের কাজ শুরু করেছি। অথচ কয়েক মিনিটের ঝড়ে স্বপ্নের ঘরটি শেষ হয়ে গেল। স্থানীয় উদ্ধারকর্মী গোলাম আবু সাইদ বলেন, মাত্র ১০ থেকে ১৫ মিনিট ঝড়টি স্থায়ী ছিল। ঝড়ে এই গ্রামের ৪০টি বসত ঘর বিধ্বস্ত হয়েছে। ঝড় শেষ হওয়ার পর পরই আমরা স্থানীয় কয়েক যুবক সড়কের উপর পড়ে থাকা গাছ কেটে সড়ক যোগাযোগ সচল করার চেষ্টা করছি। পাশাপাশি ক্ষতিগ্রস্থদের উদ্ধার কাজে সহায়তা করছি।

    পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির বাউফল জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার সোহরাব হোসেন বলেন, ঝড়ের কারনে উপজেলার সর্বত্রই বিদ্যুত বন্ধ ছিল। ঝড়ে মমিনপুর গ্রামের বিদ্যুৎ সঞ্চালন লাইনের ৮টি খুঁটি উপড়ে পড়েছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। আমাদের কর্মীরা ক্ষতিগ্রস্থ লাইন মেরামতের চেষ্টা করছে। আমরা দ্রæত সময়ের মধ্যে বিদ্যুৎ চালু করার চেষ্টা করছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমিন বলেন, ঝড়ে ক্ষতিগ্রস্থদের প্রাথমিক সকল প্রকার সহায়তা করা হবে। পাশাপাশি প্রকৃত ক্ষতিগ্রস্থদের তালিকা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ