• Uncategorized

    সিরতা ইউনিয়নে মাস্ক বিতরণ ও সচেতনতামূলক ক্যাম্পেইন উদ্বোধন করেন, চেয়ারম্যান আবু সাঈদ।

      প্রতিনিধি ২৯ নভেম্বর ২০২০ , ৬:৪৮:১৮ প্রিন্ট সংস্করণ

    গোলাম কিবরিয়া পলাশ-ময়মনসিংহঃ

    স্বাস্থ্যবিধি মেনে “মাস্ক পরি করোনা বিস্তার রোধ করি” এই প্রতিপাদ্যে কে সামনে রেখে ময়মনসিংহ জেলা প্রশাসন ও ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসন এর উদ্যাগে বিভিন্ন ইউনিয়নে একযোগে, মহামারী “করোনা ভাইরাস” প্রতিরোধে মাস্ক বিতরণ “করোনা” সচেতনতা ক্যম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

    এরই ধারাবাহিকতায় “করোনা ভাইরাস” দ্বিতীয়বার সংক্রমন রোধে No mask, no entry,no mask, no service ময়মনসিংহ জেলা ও উপজেলা প্রশাসন এর সচেতনতা বৃদ্ধি শীর্ষক কর্মশালার অংশ হিসেবে ৫নং সিরতা ইউনিয়নে আপামর জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ ও সচেতনতা বৃদ্ধি কার্যক্রমের উদ্বোধন করেন সিরতা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আবু সাইদ।

    জানা গেছে, আজ ২৯ নভেম্বর রোজঃ রবিবার দুপুর ১২ টায় সিরতা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আবু সাইদ এর উদ্যােগে “করোনা ভাইরাস” প্রতিরোধে মাক্স বিতরণ ও সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এ সময় সিরতা ইউনিয়নের আওয়ামীলীগ এর অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে মাক্স বিতরণ ও সচেতনতামূলক ক্যাম্পেইনে অংশগ্রহণ করেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ