• রাজশাহী বিভাগ

    বাংলাদেশ রেন্ট-এ কার ড্রাইভার এসোসিয়েশন অনলাইন গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হলেন সলঙ্গার সন্তান জাহিদ

      প্রতিনিধি ১০ ফেব্রুয়ারি ২০২২ , ৫:১৪:৩১ প্রিন্ট সংস্করণ

    মোঃ মিজানুর রহমান-জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ:

    বাংলাদেশ রেন্ট-এ কার ড্রাইভার এসোসিয়েশন অনলাইন গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সিরাজগঞ্জের সলঙ্গার সন্তান জাহিদুল ইসলাম। ঢাকায় অবস্থানরত ব্রিটিশ বিরোধী আন্দোলনের সুঁতিকাগাড় ঐতিহাসিক সলঙ্গা থানার বনবাড়ীয়া গ্রামের কৃতিসন্তান ও মৃত্যু মনছুর রহমান মন্টু’র পুত্র জাহিদুল ইসলাম সারা দেশের রেন্ট-এ কার ড্রাইভারদের এসোসিয়েশন অনলাইন গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার সু-সংবাদটি সলঙ্গা তথা সিরাজগঞ্জ রেন্ট-এ কার ড্রাইভারদের জন্য একটি আনন্দের বার্তা এনে দিয়েছে। সারা দেশের রেন্ট-এ কার ড্রাইভাররা যে আশা-প্রত্যাশা নিয়ে তাকে অনলাইন গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত করেছেন সে প্রত্যাশা পুরণের জন্য তিনি সংশ্লিষ্ট ড্রাইভারদের কল্যাণে কাজ করবেন এবং তাদের নানাবিধ সমস্যায় বলিষ্ঠ ভুমিকা রাখতে সক্ষম হবেন বলে আশাবাদী রেন্ট-এ কার ড্রাইভাররা। এদিকে জাহিদুল ইসলামকে এ গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত করায় তিনি গ্রুপের সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এবং এমন বিরল সম্মানে ভুসিত করায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

    জানাযায়,অনলাইন গ্রুপের মাধ্যমে সারাদেশের রেন্ট-এ কার ড্রাইভারদের মাঝে যোগাযোগের একটি সেতুবন্ধন ও সু-সম্পর্ক তৈরী করার লক্ষ্যে এই অনলাইন গ্রুপটি সৃষ্টি হয়েছে এবং ধীরে ধীরে তা দেশের সকল প্রাইভেট কার, টেক্সিক্যাব,বাস ও ট্রাক ড্রাইভারদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। ইতোমধ্যেই এই গ্রুপে সংযুক্ত হয়েছেন অসংখ্য ড্রাইভার,আর সেই ড্রাইভারদের অনলাইনে ভোটের মাধ্যমেই চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জাহিদুল ইসলাম। অনলাইন এই গ্রুপটির লক্ষ্য-উদ্দেশ্য হচ্ছে একজন ড্রাইভার রাজধানী ঢাকা থেকে গাড়ী নিয়ে দেশের যে কোন প্রান্তে গেলে বা দেশের যে কোন প্রান্ত থেকে কেউ ঢাকায় প্রবেশ করলে যেন তাকে আরেকজন ড্রাইভার সহযোগিতা দান করেন এবং যে কোন আপদে-বিপদে পাশে দাঁড়াতে পারেন,সেই ব্রত নিয়েই মুলতঃ এই অনলাইন গ্রুপটির আত্মপ্রকাশ হয়েছে। গ্রুপের নবনির্বাচিত চেয়ারম্যান জাহিদুল ইসলাম বলেন,একজন ড্রাইভার দেশের যে প্রান্তেই গাড়ী নিয়ে যাকনা কেন,সে যেন ফিরতি পথে খালী গাড়ী নিয়ে না ফিরে যাত্রী নিয়ে ফিরতে পারে সে ব্যবস্থা নিশ্চিত করাসহ জেলায় জেলায় একটি করে শাখা খুলে অনলাইনের মাধ্যমে সেবা দেওয়া হবে। তিনি আরো বলেন,ঐক্য থাকলে সবই অর্জন করা সম্ভব,কারণ একতাই শক্তি এবং একতাই বল,যে কারণে সংগঠনের নামের সাথে একতা শব্দটি সংযুক্ত করা হয়েছে। অপরদিকে অনলাইন গ্রুপের এই অরাজনৈতিক সংগঠনের কোন ড্রাইভার অসুস্থ হয়ে পড়লে যথাযথ ভাবে তার চিকিৎসা সেবা প্রদান,বেকার ড্রাইভারদের চাকরীর ব্যবস্থা গ্রহনসহ গ্রুপের যে,কোন সদস্য(ড্রাইভার)মারা গেলে তার পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করার নিমিত্তে একটি কল্যাণ ফান্ড তৈরি করা হবে বলে জানিয়ে ড্রাইভারদের কল্যাণমুখী কর্মকান্ডকে গতিশীল করে তুলতে গ্রুপের নব-নির্বাচিত চেয়ারম্যান জাহিদুল ইসলাম সকল ড্রাইভারদের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ