• Uncategorized

    ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সরাইল সদরে কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ-এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

      প্রতিনিধি ৭ মার্চ ২০২১ , ৩:২৩:৩০ প্রিন্ট সংস্করণ

    ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সরাইল সদরে কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ-এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    মো: উজ্জল পাঠান
    সরাইল( বাহ্মনবাড়ীয়া) প্রতিনিধি

    ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ রবিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ দিবস পালন করেছে। দিবসটি পালন উপলক্ষে দিনব্যাপী কর্মসূচীর মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও বিশেষ মোনাজাত/প্রার্থনা।

    দিবসটি পালনে সকাল ১০টায় সরাইল সদরে কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ-এর উদ্যোগে এক আলোচনা সভা হয়।
    এতে প্রধান অতিথি ছিলেন সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর।
    উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. ইসমত আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রোকেয়া বেগম, প্রবীণ আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল রাশেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আরব আলী, সৈয়দ নজরুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক হাজী মাহফুজ আলী প্রমূখ।
    একপর্যায়ে এ আলোচনা সভায় উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল হক মৃদুল; পরে তিনি বক্তব্য রাখেন। আলোচনা সভায় সঞ্চালনায় ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি হাজী ইকবাল হোসেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ