• ধর্ম

    শ্রেষ্ঠ মাস রমজানের রহমতের দশ দিন চলছে আজ চতুর্থ দিন 

      প্রতিনিধি ৬ এপ্রিল ২০২২ , ১০:৩৯:২৩ প্রিন্ট সংস্করণ

    ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

    প্রতি বছর ঘুরে ঘুরে আসে পবিত্র রহমত  বরকত ও নাজাতের মাস রমযান।এই মাস হল আল্লাহর নৈকট্য লাভের মাস। এই মাস সমস্ত  মুমিন-মুসলমানদের জন্য একটি বরকতময় মাস। রমজান মাস তাকওয়া অর্জনের মাস অর্থাৎ আল্লাহর ভয় তৈরি হয়। এই মাসে পবিত্রকোরআন নাজিল হয়েছে সমগ্র জাতি হেদায়েতের জন্য ।পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এরশাদ করেন সূরাঃ আল-বাকারা [2:183]

    يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ كُتِبَ عَلَيْكُمُ ٱلصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى ٱلَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ

    ইয়াআইয়ুহাল্লাযীনা আ-মানূ কুতিবা ‘আলাইকুমসসিয়া-মু কামা-কুতিবা ‘আলাল্লাযীনা মিন কাবলিকুম লা‘আল্লাকুম তাত্তাকূন।
    হে ঈমানদারগণ! তোমাদের উপর রোজা ফরয করা হয়েছে, যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, যেন তোমরা পরহেযগারী অর্জন করতে পার।
    সূরাঃ আল-বাকারা [2:184]

    أَيَّامًا مَّعْدُودَٰتٍ فَمَن كَانَ مِنكُم مَّرِيضًا أَوْ عَلَىٰ سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ أَيَّامٍ أُخَرَ وَعَلَى ٱلَّذِينَ يُطِيقُونَهُۥ فِدْيَةٌ طَعَامُ مِسْكِينٍ فَمَن تَطَوَّعَ خَيْرًا فَهُوَ خَيْرٌ لَّهُۥ وَأَن تَصُومُوا۟ خَيْرٌ لَّكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ

    আইয়া-মাম্মা‘দূদা-তিন ফামান কা-না মিনকুম মারীদান আও ‘আলা-ছাফারিন ফা‘ইদ্দাতুম মিন আইয়া-মিন উখারা ওয়া ‘আলাল্লাযীনা ইউতীকূনাহূ ফিদইয়াতুন তা‘আ-মু মিছকীনিন ফামান তাতাওওয়া‘আ খাইরান ফাহুওয়া খাইরুল্লাহূ ওয়া আন তাসূমূ খাইরুল্লাকুম ইন কুনতুম তা‘লামূন।

    গণনার কয়েকটি দিনের জন্য অতঃপর তোমাদের মধ্যে যে, অসুখ থাকবে অথবা সফরে থাকবে, তার পক্ষে অন্য সময়ে সে রোজা পূরণ করে নিতে হবে। আর এটি যাদের জন্য অত্যন্ত কষ্ট দায়ক হয়, তারা এর পরিবর্তে একজন মিসকীনকে খাদ্যদান করবে। যে ব্যক্তি খুশীর সাথে সৎকর্ম করে, তা তার জন্য কল্যাণ কর হয়। আর যদি রোজা রাখ, তবে তোমাদের জন্যে বিশেষ কল্যাণকর, যদি তোমরা তা বুঝতে পার।

    তাই সমস্ত মাস থেকে এ রমজান মাস সবচেয়ে বেশি দামি। এই মাসে এমন একটি রাত আল্লাহপাক দিয়েছেন লাইলাতুল কদর কদরের রাতের ইবাদত করলে ৮৪বছর ৪মাস এবাদত করার সওয়াব হয়।মানুষের পরিবর্তনের মাস এই মাস নামাজ জিকির কোরআন তেলাওয়াতের মাস। এ মাসে একটি ফরজ আদায় করলে অন্য মাসে ৭০টি ফরজ এর সমান সওয়াব  হয়।একটি নফল আদায় করলে অন্যান্য মাসের একটি ফরজ এর সমান। তাই আমাদের সমগ্র মুসলিম জাতির উচিত মাসটি হেলায় খেলায় না কাটিয়ে  সকলে আল্লাহর ইবাদতে মশগুল হব ইনশাআল্লাহ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ