• Uncategorized

    রাজস্থানের মুসলিমরা শান্তিতে রমযান কাটাতে পারেনি, ঈদও শান্তিতে হয়নি: ওয়াইসি

      প্রতিনিধি ৫ মে ২০২২ , ৯:৪৭:২৩ প্রিন্ট সংস্করণ

    আন্তর্জাতিক ডেস্ক
    ভারতের মজলিস-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি রাজস্থানের যোধপুরের সহিংসতার বিষয়ে বলেছেন, রাজস্থানের মুসলিমরা শান্তিতে রমযান কাটাতে পারেনি এবং ঈদও শান্তিতে হয়নি।

    বুধবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওয়াইসি হিন্দুত্ববাদী ‘বিজেপি’ এবং ‘আরএসএস’কে টার্গেট করে আরও বলেন, বিজেপি ও সঙ্ঘ পরিবারের লোকেরা বারবার রাজস্থানের পরিবেশ নষ্ট করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রীর যোধপুরে এত তাড়াতাড়ি আগমন প্রমাণ করে যে বিজেপি তার রাজনীতি উজ্জ্বল করতে যে কোনও পর্যায়ে যেতে পারে। যোধপুর সহিংসতায় এ পর্যন্ত মোট ১৪১ জনকে গ্রেফতার করা হয়েছে।

    ওয়াইসি বলেন, মোদি সরকার ঘৃণার আগুনে ইন্ধন যোগাচ্ছে এবং তার মন্ত্রীরা তাতে ঘি ঢালছেন। মুখ্যমন্ত্রী অশোক গেহলটের আগের সরকারেও মুসলমানরা হিন্দুত্ববাদী পুলিশি বর্বরতা ও সংগঠনের দ্বারা জুলুমের শিকার হয়েছিল এবং এই সরকারেও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি।

    সূত্র : পাসটুডে

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ