• সাহিত্যে

    বছর বিদায় কলমে: মারুফ হাসান

      প্রতিনিধি ৪ ডিসেম্বর ২০২২ , ১:২৬:৪৮ প্রিন্ট সংস্করণ

    সূর্যোদয় থেকে সূর্যাস্ত। জন্ম থেকে মৃত্যু অনন্ত হীন এক নীলা। নদীর স্রোতের মতোই চলাই তার ধর্ম। কারো জন্যই তিনি অপেক্ষা করেন না। নেই কিছুর জন্য আসক্তি নেই পিছু ফেরার সুযোগ। মুহূর্তের জন্য সে থামেনা। সে হলো সময়। তার এই ধারাবাহিকতায় আরেকটি বছর শেষ হতে চলেছে। সকলের কাছ থেকে সে চিরদিনের জন্যই বিদায় নিচ্ছে। বছরটি কারো জন্য সুখ আবার কারো জন্য দুঃখো দিয়ে বিদায় নিচ্ছে।বছরটি কারো জন্য এনেছে সফলতা কারো জন্য ব্যর্থতা৷ আসবে আরেকটি নতুন বছর সেও একদিন বিদায় নেবে৷ এই গতিময় সময়ের সাথে তাল মিলে চলতে হয় ক্ষনস্থায়ী জীবনে কতো সপ্ন কতো আশা থাকে মানুষের। কারো টা পূরণ হয় করোটা হয় না।এর মধ্যে যারা সময় কে গুরুত্বপূর্ণ মনে করে। তারাই সফলতা অর্জন করে।তাই যে জীবনে পতিটি মুহূর্ত কাজে লাগাতে পারলে ক্ষণস্থায় জীবনে উজ্জ্বল হয়ে থাকে।তাই সময়ে এর গুরুত্ব দিয়ে। পুরানো বছর ভুলে গিয়ে সকলে নতুন দিন গুলো উজ্জ্বল হকো এই কামনা করি। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। শুভ হোক প্রতিটা মানুষের দিন গুলো।

    কলমে:

    মারুফ হাসান
    শিক্ষাথী, কবি নজরুল সরকারি কলেজ, ঢাকা।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ