• সাহিত্যে

    ‘প্রকৃতি’ কলমে-মাসুক

      প্রতিনিধি ২৯ অক্টোবর ২০২২ , ৬:১২:০৫ প্রিন্ট সংস্করণ

    প্রকৃতি
    কলমে-মাসুক

    হে প্রকৃতি,তুমি কার কাছে কেমন?
    কেনো তুমি সবার কাছে সমান নহে?
    হে প্রকৃতি,তোমার তো রয়েছে অটল সৌন্দর্য।
    তবুও,কেনো তোমায় ছেড়ে যেতে চায়?
    হে প্রকৃতি,কেনো তুমি এতো মমতাদায়ী
    আবার,কেনো তুমি নিষ্ঠুর?
    হে প্রকৃতি,তুমি কারো কাছে অটল সামরাজ্য
    কারো কাছে দুঃখ বিলাস।
    কেনো প্রকৃতি?
    কেনো?
    প্রকৃতি,তুমি কি পারো না?
    তোমার সৌন্দর্যে আকৃষ্ট করতে?
    প্রকৃতি,তুমি কি পারো না?
    তোমার স্নিগ্ধ সুবাসে অবশ করতে?
    হে প্রকৃতি,তুমি কি পারো না?
    চলে যেতে চাওয়া মানবকে আপন করতে?
    হে প্রকৃতি,তুমি কি পারো না?
    সবাইকে প্রকৃতির মৃত্যু দিতে?
    হে প্রকৃতি,তুমি তোমার সৌন্দর্য্যের হাত বাড়িয়ে দাও

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ