• সাহিত্যে

    অপেক্ষার পালা শেষ, প্রকাশিত হয়েছে হিজলতলি

      প্রতিনিধি ২৮ ডিসেম্বর ২০২২ , ৬:৩৪:৫৩ প্রিন্ট সংস্করণ

    আসিফ খন্দকারঃ

    পাঠকদের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রকাশিত হয়েছে বিখ্যাত লেখক কিঙ্কর আহসানের গল্পগ্রন্থ ‘হিজলতলি’। বইটি প্রকাশিত হয়েছে পাঞ্জেরী পাবলিকেশন থেকে। প্রচ্ছদ এঁকেছেন সব্যসাচী মিস্ত্রি। বইটির রকমারি ডটকমে প্রি-অর্ডার চলছে। প্রি-অর্ডার কারলে লেখকের অটোগ্রাফসহ পাওয়া যাবে বইটি। বইটির গায়ের মূল্য রাখা হয়েছে ২০০ টাকা। বইটি সম্পর্কে লেখক কিঙ্কর আহসান বলেন, ‘লেখালেখি থেকে দূরে আছি অনেকদিন। বইমেলায় বড় কোনো বই লিখবো না এবার। যারা ভালোবাসেন, অনেকের ভিড়ে সামান্য এ লেখককে মনে রাখেন, তাদের জন্য নিয়ে এলাম বইটি। আপনারা আগলে রাখলে ভালো লাগবে।’

    কিঙ্কর আহ্সান উপন্যাস ও ছোটগল্প লিখেন।জনপ্রিয় লেখকদের কথা বললে প্রথমেই যে ক’জনের নাম আসবে তারমধ্যে তিনি অন্যতম। প্রত্যেক বছরই পাঠকরা তার বইয়ের অপেক্ষায় থাকে।লেখালেখির পাশাপাশি কিংকর আহসান তাত বিভিন্ন সামাজিক কর্মকান্ড এবং উপদেশ মুলক ভিডিওর জন্য জনপ্রিয়। এখন অব্দি তার ১৪টি বই প্রকাশিত হয়েছে। ।এরমধ্যে ‘মেঘডুবি’, ‘বিবিয়ানা’, ‘নীলডুমুর’ কিসসাপূরণ,রঙিলা কিতাব ইত্যাদি উল্লেখযোগ্য। হিজলতলি বইটির জন্য দৈনিক আলোকিত ৭১ সংবাদের পক্ষ থেকে অনেক শুভ কামনা রইলো।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ