• আইন ও আদালত

    পাবনা সওজ কার স্বার্থ রক্ষার জন্য যাত্রীছাউনী ভেঙ্গে দিলেন

      প্রতিনিধি ৩ মার্চ ২০২১ , ২:৩৪:৩০ প্রিন্ট সংস্করণ

    পাবনা প্রতিনিধি : পাবনা সড়ক ও জনপথ এর নির্বাহী প্রকৌশলী বুধবার পাবনার কাশিনাথপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদের নামে একটি বৈধ যাত্রীছাউনী ভেঙেঁ দিলেন । যাত্রীছাউনী ভাঙ্গার পর পরই একটি চিহ্নিত চক্র উক্ত জায়গাটি অবৈধ ভাবে দখল করে নিয়েছে । সরেজমিনে গিয়ে দেখা গেছে বুধবার হঠাৎ করে পাবনা সড়ক ও জনপথ এর নির্বাহী প্রকৌশলী তার লোকজন নিয়ে পাবনার কাশিনাথপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদের ঘোষণা দেন । কিন্তু বাস্তবে দেখা গেছে সেখানে দেড় শতাধিক অবৈধ স্থাপনা থাকলেও মাত্র কয়েকটি অস্থায়ী ঘর ভেঙ্গে দিয়ে অবৈধ স্থায়ী স্থাপনা গুলো না ভেঙ্গে ১৫ বছরের অধিককাল প্রতিষ্ঠিত একটি যাত্রী ছাউনী তারা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে । উল্লেখ্য ১৯৯৬ সালে তৎকালিন পাবনার পুলিশ সুপার জমসেদ উদ্দিন ভুঁইয়া কর্মরত অবস্থায় সড়ক দূর্ঘটনায় নিহত হলে তাঁর স্মরণে ব্যাক্তি উদ্যোগে কাশিনাথপুরে মানুষের কল্যানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়ম নীতি মোতাবেক যোগাযোগ মন্ত্রনালয়, সড়ক বিভাগ, এবং পাবনার সওজ এর নির্বাহী প্রকৌশলীর অনুমোদন নিয়ে একটি যাত্রীছাউনী একটি পাবলিক টয়লেট একটি অগভীর নলকুপ প্রতিষ্ঠা করা হয় । উওরবঙ্গের দ্বার খ্যাত এখানে প্রতিদিন হাজার হাজার দূরপাল্লার যাত্রীর একমাত্র নিরাপদ ভরসা ছিলো এই যাত্রীছাউনীটি । ঘটনার পর উপস্থিত যাত্রীদের মন্তব্য পাবনা সওজ বিভাগ কাদের হাতে সরকারী সম্পত্তি তুলে দেয়ার জন্য একটি সেবা মূলক বৈধ প্রতিষ্ঠান ভেঙ্গে দিলেন ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ