• রাজশাহী বিভাগ

    প্রিয় সলঙ্গার গল্প ফেসবুক গ্রুপের ঈদ সামগ্রী বিতরণ

      প্রতিনিধি ৭ এপ্রিল ২০২৪ , ৭:০২:১৪ প্রিন্ট সংস্করণ

    কে,এম, শাওন:

    পবিত্র মাহে রমজানে ছিন্নমুল, অসহায়,হতদরিদ্রদের মাঝে হাসি ফুটাতে ঈদ উপহার বিতরণ করেন “প্রিয় সলঙ্গার গল্প” ফেসবুক গ্রুপ।আজ রবিবার (৭ এপ্রিল) সকাল ৯ টায় সলঙ্গা ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার হল রুমে শতাধীক মানুষের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।রোজাদার নারী-পুরুষদের হাতে হাতে ঈদ উপহার (খাদ্য সামগ্রী) তুলে দেন সংগঠনের সদস্যরা।খাদ্য সামগ্রীর মধ্যে ছিল,পোলার চাউল, চিনি,দুধ, লাচ্ছা,আলু, পেয়াজ,লবণ,তেল,ডাল,সাবান ইত্যাদি। স্বাগত বক্তব্য রাখেন,গ্রুপটির চীফ এডমিন শাহ আলম মাস্টার। ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, সলঙ্গার অসহায়, দরিদ্র,দিনমজুরদের নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে “প্রিয় সলঙ্গার গল্প” ফেসবুক গ্রুপ।

    সলঙ্গা এলাকার অসহায়,গরিব-দু:খীদের কল্যাণে কাজ করতে চায় তারা।গ্রুপটি ছিন্নমুল,অভাবীদের পাশে দাঁড়াতে চায়। সকলের সহযোগীতা নিয়ে মানব কল্যাণে অগ্রণী ভুমিকা রাখছে গ্রুপের একঝাঁক পরিশ্রমী তরুণরা। সংগঠনের সদস্যরা মানব কল্যাণে নিজেদেরকে বিলিয়ে দিকে চায়। সংগঠনটি গরিব-অসহায়দের ঈদ সামগ্রী বিতরণ,শীতবস্ত্র বিতরণ,টিউবওয়েল বিতরণ,কন্যাদান,মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনাসহ নানাবিধ উদ্যোগ নেয়ায় বক্তাগণ প্রশংসা করেন। বক্তাগণ আরও বলেন,আগামীতেও মানব কল্যাণে এমন মহৎ কাজ চলমান থাকবে।

    সলঙ্গা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী,জুম ইলেক্ট্রনিক্সের স্বত্বাধিকারী কে.এম আমিনুল ইসলাম হেলালের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,আব্দুল আলিম,শিক্ষক ও সমাজ সেবক আব্দুস ছালাম,সহকারি অধ্যাপক আব্দুল মান্নান,সলঙ্গা ফাজিল ডিগ্রী মাদ্রাসার সভাপতি রিয়াদুল ইসলাম ফরিদ প্রমুখ। আরও উপস্থিত ছিলেন,সাবেক ব্যাংকার আব্দুল হাই,উপদেষ্টা মোখলেছুর রহমান,প্রভাষক তাজ উদ্দিন,বিশিষ্ট ব্যবসায়ী রাজু আহমেদ,এডমিন শাহিদুল ইসলাম,শিক্ষাবিদ হারুনর রশিদ,নাজমুল হুদা,তুষার আহমেদসহ অনেকে।অনুষ্ঠানটি পরিচালনা করেন,সলঙ্গার আস্থাভাজন প্রিয় ব্যক্তিত্ব,সুমিষ্ট ভাষ্যকর এস.এম ফারুক হায়দার।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ