• আইন ও আদালত

    পলাশে অবৈধ করাতকলে মোবাইল কোর্ট, জরিমানা আদায়।

      প্রতিনিধি ২৩ ফেব্রুয়ারি ২০২২ , ৭:৪৫:৪৩ প্রিন্ট সংস্করণ

    মো: আজিজুল হক-নরসিংদী প্রতিনিধি:

    নরসিংদীর পলাশ উপজেলায় অবৈধ করাতকল পরিচালনার অভিযোগে দুই প্রতিষ্ঠানে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও বনবিভাগ। আজ মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আফসানা চৌধুরীর নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধার নেতৃত্বে এ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে পলাশ থানা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।

    জানা যায়, প্রসিকিউশন দাখিকারী উপজেলা বন কর্মকর্তা মো. আমিরুল হাসানের আবেদনের প্রেক্ষীতে উপজেলার পন্ডিতপাড়ার আশুতোষ দেবনাথের মালিকানাধীন বন্ধু স মিল ও একই এলাকার মানিক দেবনাথের মালিকানাধীন ভাই ভাই স মিলে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে লাইসেন্সবিহীন করাতকল চালানোর দায়ে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

    উপজেলা বন কর্মকর্তা মো. আমিরুল হাসান জানান, এর আগেও এখানে অভিযান পরিচালনা করে জরিমানা করা হয় এবং লাইসেন্সবিহীন করাতকল না চালানোর জন্য তাদের নির্দেশনা দেওয়া হয়। কিন্তু তারা সেই নির্দেশনা মেনে করাতকল পরিচালনা করেনি। অবৈধ করাত কলের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান বন কর্মকর্তা

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ