• সাহিত্যে

    “পরিবর্তন” কলমে-এহেদী হাসান

      প্রতিনিধি ১৮ ফেব্রুয়ারি ২০২২ , ৮:০৯:৪৩ প্রিন্ট সংস্করণ

    পরিবর্তন
    কলমে-এহেদী হাসান

    সময়ের-ই সঙ্গে সঙ্গে
    পরিবর্তন হচ্ছে সবি
    বৃক্ষ গুলো ডেকে বলে
    তুমি তো সেই একই কবি।

    খাদ্য,বস্ত্র, বাসস্থান-ও
    পাল্টেছে ভাই সকল কিছু
    চালচলন ও সংস্কৃতিতে
    পরিবর্তন;দেখো পিছু।

    দেশ-বিদেশে পরিবর্তন
    হচ্ছে দেখো নানান ভাবে
    ভ্রমণ করো বেশি বেশি
    তাহলে-ই দেখতে পাবে।

    বয়সের-ই পরিক্রমায়
    কতো বন্ধু গেলো চলে
    একাকীত্বের উদয়কালে
    গাল ভেসেছে অশ্রু জলে।

    কলম যখন ধরছি আমি
    বেদনা মোর দেখছি খসে
    এখন আমার ভাবনা গুলো
    কাব্য কথায় লেখি বসে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ