• রাজশাহী বিভাগ

    সুজানগরের কাদোয়া কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপির বিরুদ্ধে মানববন্ধন

      প্রতিনিধি ১০ আগস্ট ২০২৩ , ৬:৫০:০৬ প্রিন্ট সংস্করণ

    এম মনিরুজ্জামান-পাবনা:

    সুজানগরের কাদোয়া, উপেন্দ্রনগর ও কাকিয়ান এলাকাবাসীর ব্যানারে কাদোয়া কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোপাইডার চিত্রা রাণী ভৌমিকের প্রতারণা করে সাধারণ মানুষের হয়রানি, কমিউনিটি ক্লিনিকের দায়িত্ব পালনের অবহেলা, সরকারি ওষুধ অবৈধভাবে বিক্রয়, জনসাধারণের সাথে অসদাচরণ ও চাকুরীর কথা বলে বিভিন্ন ব্যাক্তির কাছ থেকে প্রতারণা মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে পাবনার সুজানগর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের কাদোয়া কমিউনিটি ক্লিনিকের সামনে চিত্রা রাণী ভৌমিকের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং প্রতারণার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এলাকাবাসীর পক্ষ থেকে মানববন্ধনে বক্তব্য দেন,প্রশান্ত কুমার চক্রবর্তী, অপূর্ব কুমার সরকার, সুফিয়া খাতুন,প্রভা সরকার, নূপুর সরকার প্রমুখ। বক্তারা বলেন, বেশকিছু দিন ধরে কমিউনিটি ক্লিনিক বন্ধ থাকায় এলাকাবাসী চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এমনকি এলাকায় সুদ ব্যাবসা ও বিভিন্ন লোকের চাকরি দেয়ার প্রলোভনে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। কমিউনিটি ক্লিনিকে ঠিক মত ডিউটি করে না, সাধারণ মানুষের সরকারি ওষুধ পাচারের অভিযোগ রয়েছে।উল্লেখ্য গত ৩০ জুলাই কমিউনিটি ক্লিনিকে দায়িত্বের অবহেলায় করায় চিত্রা রাণী ভৌমিকের সাথে ওয়ার্ড আ’লীগের নেতা হাফিজের সাথে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।এ ঘটনায় হাফিজের বিরুদ্ধে সুজানগর থানায় একটি মামলা দায়ের হয়।এ বিষয়ে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, একজনের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। বর্তমানে আসামী জামিনে রয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সানজিদা মুজিব জানান, চিত্রা রাণী ভৌমিক এক সপ্তাহের ছুটি নিয়েছিল। তারপর থেকে সে অনুপস্থিত রয়েছে। এ ঘটনায় চিত্রা রাণী ভৌমিক বলেন, আমাকে বিনা কারণে মারপিট করা হয়েছে। নিরাপত্তার কারণে আমি ক্লিনিকে যেতে পারছিনা। একটি সূত্র জানায়, নিরাপত্তার কথা বললেও প্রকাশ্য সুজানগর বাজারে চিত্রা রাণী ভৌমিককে ঘুরতে দেখা গেছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ