• Uncategorized

    চৈতী লগন-লেখক শিহাব আহম্মেদ

      প্রতিনিধি ১২ এপ্রিল ২০২১ , ৭:০৪:২৩ প্রিন্ট সংস্করণ

    কবিতা-চৈতী লগন
    কলমে-লেখক শিহাব আহম্মেদ

     

    মধু বসন্তের অন্তীম লগন ,
    হৃদয় মাঝে মন কেমন করা এখন ,
    বিদায় দিতে মন নাহি চায়, ব্যথা কেমন,
    তবু ও সময় হলে বিদায় দিতেই যে হয়,
    মায়ার ভূবনে চিরস্থায়ী কিছুই নাহি রয় ।
    নিত্য আবর্তনের খেলা ষট্ ৠতুর আসা যাওয়া,
    বছর পরে আর বার পলাশ শিমুলে বসন্ত হাওয়া ।
    চৈতালীর বিদায় ঘন্টা এই বুঝি বাজে,
    বৈশাখী আসিবে অচিরেই নবীন সাজে ।
    চৈত্রের মহা মজা আমাদের গ্রাম বাংলায়,
    গ্রামে গ্রামে মহা সমারোহে চরক পূজায় ।
    শিব পার্বতীর রূপে কতো বহুরূপী সাজে,
    দ্বারে দ্বারে মাগে, ঢাকের তালে তালে নাচে ।
    ঘরে ঘরে চৈত্র সংক্রান্তির অর্চনা মহা ধুমধাম,
    ভাই ছাতু বোনের হাতে, পুর্ণ মনস্কাম ।
    গাঁয়ের মাঠে মাঠে কোলাহল চরক পূজা আর মেলা,
    চরকের চমক বড়শি গেঁথে পিঠে শূণ্যে খেলা ।
    মনে পড়ে যায় আনন্দের সেই ছোট্ট বেলা,
    গাজনের গান, মেলার আনন্দে মন ভোলা,
    দূর দূরান্ত হতে জনস্রোতে ভাসে,চৈতী লগনে মিলন মেলা ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ