• বরিশাল বিভাগ

    পটুয়াখালীতে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক কর্মশালা

      প্রতিনিধি ২৪ ডিসেম্বর ২০২২ , ২:৩৭:৪৬ প্রিন্ট সংস্করণ

    মু,হেলাল আহম্মেদ রিপন-পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

    আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে পটুয়াখালীতে নারী ও শিশু নির্যাতন এবং বাল্যবিবাহ প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ।
    জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় এই কর্মশালায় পটুয়াখালী জেলা পর্যায়ে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা এসময় অংশগ্রহণ করে।

    শনিবার (২৪ ডিসেম্বর) সকাল ১০ টার সময় সোসাইটি ডেভেলপমেন্ট এজেন্সি (এসডিএ) হলরুমে এসডিএ’র নির্বাহী পরিচালক কেএম এনায়েত হোসেনের সভাপতিত্বে পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি কাজী শামসুর রহমান ইকবাল, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

    উক্ত কর্মশালায় নারী ও শিশু নির্যাতন এবং বাল্যবিবাহ প্রতিরোধে সাংবাদিকদের করণীয় নিয়ে একটি সুপারিশ ও কার্যপত্র তৈরি করা হয় এ অনুষ্ঠানে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ