• আইন ও আদালত

    পটুয়াখলীতে ব্যাঙ্গের ছাতার মত ইটভাটা নেই নিয়ম নীতি

      প্রতিনিধি ১৯ ফেব্রুয়ারি ২০২৩ , ১০:১৩:২৪ প্রিন্ট সংস্করণ

    স্টাফ রিপোর্টার:

    পটুয়াখালীতে বেশিরভাগ ইট ভাটা গুলোতে সরকারি নিয়ম-নীতির তোয়াক্কা না করেই চলছে লাইসেন্স বিহীন একাধিক ড্রাম চুম্নি ইটভাটা। সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদন ছারাই চলতি মৌসুমে এসকল ইটভাটায় কাঠ পোড়ানোর প্রস্তুতি নিয়েছেন মালিক কতৃপক্ষ। উচ্চ আদালত,জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট দপ্তরের কয়লা পোড়ানোর নির্দেশনা দেয়া হলেও অধিকাংশ ভাটায় বন উজার করে গাছ কেটে কাঠের স্তুুুপে পরিনত হয়েছে এসব ইটভাটায়।

    বেশিরভাগ ইটভাটার মালিকরা প্রভাবশালী হওয়াতে যথাযথ ব্যবস্থা নিতে হিমশিম খাচ্ছেন আইন প্রয়োগকারী জেলার সংস্থা গুলো।দেখাযায়,আবার জেলা প্রশাসনের এলআর ফান্ডে আর্থিক দন্ড দিয়েও র্নিদিধায় নিয়ম-নীতি ভঙ্গ করছেন মালিক পক্ষরা।
    সরেজমিন ঘুড়ে দেখা যায়, কাঠ পোড়ানো প্রস্তুুতি নিতে দেখা গেছে জেলার প্রায় অর্ধ শতাধিক ইট ভাটায়।রএ বিষয়ে পটুয়াখালী নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ শরীফুল ইসলাম বলেন-চলতি মৌসুমে পটুয়াখালীর কোনো ইটভাটায় কাঠ পোড়ানো হবেনা জেলা প্রশাসন থেকে মালিকদের এমন নিদের্শনা ইতিমধ্যে ঘোষণা দেয়া হয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ