• আমার দেশ

    সেমিপাকা গৃহ নির্মাণ কার্যক্রম ও অন্যান্য উন্নয়ন কাজ পরিদর্শনে উপ-সচিব লুৎফুন নাহার

      প্রতিনিধি ১৯ মার্চ ২০২২ , ৪:০৩:২৫ প্রিন্ট সংস্করণ

    ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় সিঙ্গারবিল ইউনিয়নের মিরাসানী মৌজাস্থ কাঞ্চনপুর গ্রামে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় চলমান সেমিপাকা গৃহ নির্মাণ কার্যক্রম ও অন্যান্য উন্নয়ন কাজ পরিদর্শন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের উপসচিব লুৎফুন নাহার।

    গতকাল ১৮ মার্চ শুক্রবার প্রধানমন্ত্রীর কার্যালয় আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় চলমান সেমিপাকা গৃহ নির্মাণ কার্যক্রম ও অন্যান্য উন্নয়ন কাজ উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল সরেজমিনে পরিদর্শন করেন।

    এসময় উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব এ এইচ ইরফান উদ্দিন আহমেদ , সহকারী কমিশনার (ভূমি) রাবেয়া আসফার সায়মা, জেলা ত্রাণ ও পুনর্বাস কর্মকর্তা মাহবুব আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহীনূর জাহান, সিঙ্গারবিল ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল ইসলাম ভূইয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্যান্য উপজেলার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাগন ও সিঙ্গারবিল ইউনিয়নের অন্যান্য ব্যক্তিবর্গ।

    এসময় উপ-সচিব লুৎফুন নাহার উপকারভোগীগণের সাথে মত বিনিময় করেন এবং তাদের খোঁজ খবর নেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ