• Uncategorized

    ২ জানুয়ারি’২৩ জাতীয় সম্মেলনে গুরুত্বপূর্ণ ঘোষণা দেবেন পীর সাহেব চরমোনাই

      প্রতিনিধি ২৬ ডিসেম্বর ২০২২ , ৬:২৭:৩২ প্রিন্ট সংস্করণ

    আরিফুল ইসলাম কারীমী-স্টাফ রিপোর্টার

    স্বাধীনতার ৫২ বছরে সন্ত্রাস, দুর্নীতি ও দুঃশাসনে জনগণের জীবন দুর্বিষহ। দেশের চলমান সংকটাপন্ন অবস্থায় রাজনীতিতে গুণগত পরিবর্তনের লক্ষ্যে আগামী ২ জানুয়ারি’২৩ রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর জাতীয় সম্মেলন থেকে গুরুত্বপূর্ণ ঘোষণা দেবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।

    স্বাধীনতার ৫২ বছরে যারা দেশ শাসন করেছে তারা দুর্নীতিতে আকুণ্ঠ নিমজ্জিত ছিল। সরকারী প্রতিষ্ঠানে ঘুষ দুর্নীতি ছাড়া সেবা পাওয়া দুষ্কর। দুঃশাসনের যাঁতাকলে সাধারণ মানুষ হয়রান। মানুষের ভোটাধিকার নেই। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি চলছেই। ইসলামী শিক্ষা অঘোষিতভাবে তুলে দিচ্ছে। এ অবস্থায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর জাতীয় সম্মেলন ২০২৩ আগামী ২ জানুয়ারি’২৩ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ। আগামী ২০২৩-২০২৪ সেশনে নতুন নেতৃত্ব এই সম্মেলনে ঘোষিত হবার কথা রয়েছে।

    জাতীয় সম্মেলন সফলে বাস্তবায়ন কমিটির জরুরি সভা অনুষ্ঠিত
    আগামী ২ জানুয়ারি ২০২৩ অনুষ্ঠিতব্য জাতীয় সম্মেলন সফলে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর জাতীয় সম্মেলন বাস্তবায়ন সাব কমিটির জরুরি সভা দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ-এর সভাপতিত্বে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

    এসময় উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব খন্দকার গোলাম মাওলা, অধ্যাপক আশরাফ আলী আকন ও অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহসচিব গাজী আতাউর রহমান, মুহাম্মদ আমিনুল ইসলাম ও ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারি মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও মাওলানা ইমতিয়াজ আলম, সাংগঠনিক সম্পাদক কে এম আতিকুর রহমান, প্রচার ও দাওয়াহ্ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা খলিলুর রহমান, জিএম রুহুল আমীন, মাওলানা মাহমুদুল হাসান, মুফতী দেলাওয়ার হোসাইন সাকী, আলহাজ্ব আব্দুর রহমান, মাওলানা নেছার উদ্দিন প্রমুখ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ