• Uncategorized

    চাপড়া ইউনিয়ন যুবলীগ এর সভাপতি খায়রুল ইসলাম খোকন নিজ উদ্যোগে একটা সাব মার্শাল পাম্প বসানোর সম্পন্ন হল।

      প্রতিনিধি ১৪ এপ্রিল ২০২১ , ১০:২৩:২৫ প্রিন্ট সংস্করণ

    রসেল আহম্মমেদদ-কুষ্টিয়া সদর প্রতিনিধি:

    কুষ্টিয়া কুমারখালী চাপড়া ইউনিয়ন চলছে পানি সংকটের হাহাকার। কোন টিউবওয়েলে উঠছে না পর্যাপ্ত পানি। তাই পানি সংকটে পড়েছে সাধারণ জনগণ । এরই ধারাবাহিকতায় চাপড়া ইউনিয়ন ৫ নং ওয়ার্ডে কারিগর পাড়ায় পানি সংকট নিরসনে সাবমারসাল পাম্প বসানো সম্পন্ন হয় চাপড়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের উদ্যোগে।

    চাপড়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ খায়রুল ইসলাম খোকন তার নিজ ব্যক্তিগত ২৫ হাজার টাকায় অর্থায়নে কারিগর পাড়ায় সাব মার্সেল পাম্প বসান। আর এই সাবমারসাল পাম্প উদ্বোধন করেন চাপড়া ইউনিয়ন এর স্বনামধন্য চেয়ারম্যান মনির হাসান রিন্টু। এ সময় আরো উপস্থিত ছিলেন চাপড়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন।

    কারিগরপাড়ার সাধারন জনগন জানান তাদের এই কারিগর পাড়ায় কারো টিউবল এই পর্যাপ্ত পানি উঠছে না। এমতাবস্থায় একটা সাবমারসাল পাম্প বসানোর হলে এই কারিগরপাড়া জনদুর্ভোগ অনেকটাই কমে যাবে বলে আশাবাদী কারিগরপাড়া আর সাধারণ মানুষের কথা চিন্তা করেই মোঃ খায়রুল ইসলাম খোকন কারিগর পাড়ায় এই সাবমারসাল পাম্প বসান। এতে খুশি হন কারিগরপাড়ার সাধারণ মানুষ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ