• আইন ও আদালত

    তানোরে পুলিশের অভিযানে চোলাই মদসহ আটক ৩ জন

      প্রতিনিধি ২৪ ফেব্রুয়ারি ২০২২ , ১:২৪:২০ প্রিন্ট সংস্করণ

    এস আর,সোহেল রানা-তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ

    রাজশাহী জেলার পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) ও অতিঃ পুলিশ সুপার জনাব সনাতন চক্রবর্তী, (ডিএসবি) ও আসাদুজ্জামান সিনিয়র সহকারি পুলিশ সুপার,গোদাগাড়ী সার্কেলের নির্দেশনায় তানোর থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়ার নেতৃত্বে তানোর থানাকে মাদক মুক্ত রাখতে বিভিন্ন এলাকায় চালানো হচ্ছে মাদকের বিরুদ্ধে অভিযান। তারি ধারাবাহিকতায় চলতি মাসের ২২ ফেব্রয়ারি গোপন সংবাদের ভিত্তিতে এস আই আকতারুজ্জামান ও এ এস আই হাফিজুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স তানোর থানাধীন দিব্যস্থলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৫(পনের) লিটার দেশীয় তৈরি চোলাইমদ যার বাজার মূল অনুমানিক ১৫,০০০ টাকা ও তিন জনকে আটক করেন।

    আটককৃতরা হলেন, ১। মোঃ একরামুল হক(৪৯), পিতা-মৃত জিয়ার বক্স, ২। মোঃ হাবিবুর রহমান(৪৭), পিতা-মৃত আঃ সাত্তার, উভয় সাং-বাইপুর, থানা-নাচোল, জেলা-চাঁপাইনবাবগঞ্জ ৩। মোখলেছ হেমরম(৪০), পিতা-রমেশ্বর, সাং-দিব্যস্থলী, থানা-তানোর, জেলা-রাজশাহী।এ সংক্রান্তে তানোর থানার মামলা নং-২৫, তারিখ-২৩ ফেব্রয়ারি ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ২৪(ক)/৪১ মামলা রুজু করা হয়। উল্লেখ্য যে সিডিএমএস পর্যালোচনায় দেখা যায় যে,তিন জন আসামীদের নামেই এর আগে মাদক মামলা রয়েছে এবং বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ