• দুর্ঘটনা

    পটুয়াখালীতে সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত-৬

      প্রতিনিধি ২৬ নভেম্বর ২০২৩ , ৯:৪১:৪০ প্রিন্ট সংস্করণ

    মু,হেলাল আহম্মেদ রিপন-পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

    রবিবার ২৬’নভেম্বর দুপুর আনুমানিক পৌনে তিনটার দিকে পটুয়াখালী ব্রীজের উওর পারে সদর উপজেলার বদরপুর ইউনিয়নে পটুয়াখালী টু কুয়াকাটা মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। এ দুর্ঘটনায় জাকির নামের একজন নিহত হয়েছে। স্থানীয়ভাবে জানাগেছে, পটুয়াখালী টু ঢাকাগামী অন্তরা নামের যাত্রীবাহী পরিবহন দ্রুত গতিতে এসে একটি টমটম গাড়িকে পেছন থেকে জোরে ধাক্কা দিলে টমটম গিয়ে পাশে থাকা অটোরিকশার উপর পরে এ দুর্ঘটনার শিকার হয়। এতে টমটমে থাকা ৫ জন ও অটোরিকশায় থাকা দুইজন দুর্ঘটনায় গুরুতর আহত হয়। দূর্ঘটনা কবলিত অটোরিকশায় থাকা জাকির নামের একজন নিহত হয়েছে। নিহত জাকির দশমিনা উপজেলার রনগোপালদী ইউনিয়নের বাসিন্দা। বাকি ৬ জন গুরুতর আহত হয়েছে। আহতরা হলেন, সদর উপজেলার (১). নুরুজ্জামাল হাওলাদার (৫৫), পিতাঃ বজলু হাওলাদার, গ্রামঃ খলিশাখালী, (২). আক্কাস (৩৫), পিতাঃ মোক্তার, গ্রাম-তেলিখালী,(৩). রিপন মৃধা (২৮), পিতাঃ খালেক মৃধা, গ্রাম-লোহালিয়া, (৪). সজিব রাড়ি (২২), পিতাঃ নুরজামাল রাড়ি, (৫). রাসেল (৩৫), পিতাঃ মোহাম্মাদ শেখ, খলিশাখালী ও অপরজন হলেন (৬). চান মিয়া প্যাদা (৫৫), পিতাঃ সত্তার প্যাদা। আহতদের উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এর মধ্যে একজনকে গুরুতর আহত অবস্থায় বরিশালে রেফার করা হয়েছে। খবর শুনে পটুয়াখালী সদর থানার পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে বলে জানা যায়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ