• Uncategorized

    কেয়া স্টুডেন্ট ফোরাম ন‌ওগাঁর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

      প্রতিনিধি ২১ জুলাই ২০২০ , ৪:৪৩:২৪ প্রিন্ট সংস্করণ

    মোঃ মুরাদুজ্জামান মুরাদ-ধাম‌ইরহাট প্রতিনিধি:

    করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে মানুষের স্বাভাবিক চলাফেরার বাঁধা আবার এই ভাইরাসের জন্য‌ই পরিবেশ তার নতুন রুপে সাঝ নিয়েছে , পরিবেশ চলছে তার নিজস্ব গতিতে । তাই  পরিবেশের এই রুপ ধরে রাখতে দেশের বিভিন্ন জায়গায় চলছে বৃক্ষরোপণ কর্মসূচি ।

    তেমন‌ই এক উদ্যেগে ‘নির্মূল বায়ু পেতে চাই, বৃক্ষ রোপনের বিকল্প নাই’ এই স্লোগান নিয়ে কেয়া স্টুডেন্ট ফোরাম ন‌ওগাঁ জেলার উদ্যোগে, মঙ্গলবার বিকেলে ৩:২০ মিনিটে, ন‌ওগাঁ জেলার ধাম‌ইরহাট উপজেলার ধাম‌ইরহাট সরকারি এম.এম কলেজ এবং ধাম‌ইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের ক্যাম্পাস সহ  ধাম‌ইরহাটের বিভিন্ন জায়গায় বৃক্ষ রোপণ করা হয়  ।

    এসময় ঔষধি, ফলজ,কাঠসহ ক্যাম্পাস সৌন্দর্যের জন্য বিভিন্ন ধরনের গাছ রোপণ করা হয় ।

    এসময় উপস্থিত ছিলেন, ধাম‌ইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান, কেয়া স্টুডেন্ট ফোরাম ন‌ওগাঁর সাধারণ সম্পাদক মেহেদী বান্না, সদস্য জাহিদ ইকবাল,তোয়ান হোসেন পল্লব,নাসিম ,তুষার,মেজবা,আল আমিন, নোমান,আশিক প্রমূখ ।

    এই বৃক্ষরোপণ কর্মসূচিকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছে় ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ