• আইন ও আদালত

    পটুয়াখালীতে ইয়াবাসহ ২ মাদক কারবারী গ্রেফতার

      প্রতিনিধি ১৫ এপ্রিল ২০২৪ , ৪:৩২:১৪ প্রিন্ট সংস্করণ

    মু,হেলাল আহম্মেদ-পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

    পটুয়াখালী জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, বিপিএম, পিপিএম, মহোদয়ের দিক নির্দেশনায় একেএম আজমল হুদা,ডিবি অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, পটুয়াখালী এর নেতৃত্বে গত ১৪-০৪-২০২৪ ইং তারিখ পটুয়াখালী সদর থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরুচালিত হয় এসময় ডিবির চৌকস পুলিশ অফিসার এসআই(নিঃ)/সম্বিত রায় সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ পটুয়াখালী থানাধীন পটুয়াখালী পৌরসভার ৭নং ওর্য়াডের গোরনস্থান রোডস্থ এলাকায় অভিযান চালালে

    আসামী মোঃ জসিম উদ্দিন রাঢ়ী (৩৫) এর মালিকানাধীন হামিম হালিমা নামক খাবার হোটেলের মধ্যে হইতে আসামী ১। মোঃ জসিম উদ্দিন রাঢ়ী (৩৫), পিতা-মোঃ ইনসান রাঢ়ী, মাতা-সুরাতন নেছা, সাং-গোরস্থান রোড, ৭নং ওয়ার্ড, পটুয়াখালী পৌরসভা, থানা ও জেলা-পটুয়াখালী ২। মোঃ শাহ আলম ফরাজি (২৬) পিতা- মোঃ সালাম ফরাজি ,মাতা- মোসাঃ সেলিনা বেগম, সাং-ভুরিয়া, ৩নং ওর্য়াড,ভুরিয়া ইউনিয়ন, থানা ও জেলা-পটুয়াখালীদ্বয়কে ০১টি সাদা রংয়ের এয়ার টাইট জিপারের মধ্যে রক্ষিত ৫১ (একান্ন) পিচ ইয়াবা ট্যাবলেট, যাহার ওজন ৫.১(পাঁচ দশমিক এক) গ্রাম, অবৈধ বাজার মূল্য অনুমান (৫১×৩০০)=১৫,৩০০/-(পনের হাজার তিনশত) টাকা সহ ইং ১৪-০৪-২০২৪ তারিখ ১৬.০৫ ঘটিকার সময় আটক করা হয়।

    এব্যপারে আটককৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে পটুয়াখালী থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান। এ বিষয় পটুয়াখালী ডিবি পুলিশের অফিসার ইনচার্জ একে এম আজমল হুদা দৈনিক আনন্দ বাজারকে জানান,এ ধরনের অভিযান আমাদের ভবিষ্যৎ অব্যহত থাকবে বলে জানান তিনি।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ