• আইন ও আদালত

    পাবনা সদর উপজেলায় নকল উৎপাদিত খাদ্য গুদাম বন্ধ ঘষোনা জরিমানা দুই লক্ষ

      প্রতিনিধি ৯ অক্টোবর ২০২২ , ৩:৫৮:২১ প্রিন্ট সংস্করণ

    আবু হানিফ খানঃ মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ আকবর আলী মুনসী মহোদয়ের নির্দেশনায় পাবনা জেলাকে অপরাধ মুক্ত এবং ভেজাল ঔষধ, ভেজাল পন্য প্রস্তুতকারী কোম্পানীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করার লক্ষ্যে জেলা গোয়েন্দা শাখা, পাবনার অফিসার ইনচার্জ মুহম্মদ আনোয়ার হোসেন এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র)মোঃ জিন্নাত সরকার, এসআই (নিরস্ত্র) তানভীর রহমান, এসআই(নিরস্ত্র)মোঃ আব্দুল জলিল,এসআই (নিরস্ত্র) মোঃ মনিরুল ইসলাম সহ একটি বিশেষ অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে -০৯ সেপ্টেম্বর ২০২২ খ্রীঃ পাবনা সদর থানার পৌরসভার ১৫ নং ওয়ার্ডস্থ কিসমত প্রতাপপুর সাকিনস্থ মোঃ আব্দুল আলিম এর ভাড়া দেওয়া টিনসেড বাড়ীর ভাড়াটিয়া এসএম মাহমুদুল ইসলাম ওরফে সাঈদ (৪৭), পিতা-মোঃ আব্দুস সাত্তার সরকার, সাং-দিঘুলিয়া, থানা-ফরিদপুর, জেলা-পাবনা এর মালিকানাধীন ইনসাফ এগ্রো ফুড এন্ড বেভারেজ প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় উক্ত প্রতিষ্ঠানে প্রস্তুতকৃত ইনসাফ ম্যাংগো জুস, ইনসাফ টিং টং গ্লাস ড্রিংকস, ইনসাফ পুডিং, ইনসাফ ফ্লেভারড ড্রিংকস, ইনসাফ ম্যাংগো ফ্রুটস ডিংকস সহ অন্যান্য পন্য অনুমোদনহীন ভাবে ভেজাল দ্রব্য মিশ্রিত করে প্রস্তুত ও বাজারজাত করে আসা ভেজাল খাদ্য গুলো পাবনা জেলা প্রশাসকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাত এর উপস্থিতিতে অনুমোদনহীন ভাবে ভেজাল দ্রব্য মিশ্রিত করে বিভিন্ন প্রকার জুস প্রস্তুত ও বাজারজাত করায় উক্ত ইনসাফ এগ্রো ফুড এন্ড বেভারেজ এর মালিক এসএম মাহমুদুল ইসলাম ওরফে সাঈদ কে ২,০০,০০০/-(দুই লক্ষ) টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদন্ড প্রদান করেন এবং উক্ত প্রতিষ্ঠানটি বন্ধ করে দেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে সকল অবৈধ পানীয় জব্দ করা শেষে সমুলে ধ্বংস করা হয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ