• Uncategorized

    কুমিল্লায় পাসপোর্ট দালাল চক্রের ৪ সদস্যকে আটক। 

      প্রতিনিধি ১৯ অক্টোবর ২০২০ , ৬:০০:২৮ প্রিন্ট সংস্করণ

    সাগর দেব নাথ-বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি :

    কুমিল্লা নগরীর বিভিন্ন স্থান থেকে পাসপোর্ট দালাল চক্রের ৪ জন সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব-১১ এর সিপিসি-২।

    সোমবার (১৯ অক্টোবর) দুপুরে নগরীর শাসনগাছা ও রেসকোর্স এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১১৪টি পাসপোর্ট, নগদ ২৫ হাজার ৭০০ টাকা এবং পাসপোর্ট তৈরীর বিপুল পরিমাণ কাগজপত্রসহ নকল সীলমোহর উদ্ধার করা হয়। আটককৃতরা নগরীর রেইসকোর্সের মৃত চান মিয়ার ছেলে মোঃ সাদেকুল ইসলাম (৩৫), সফিকুর রহমানের ছেলে সারফাইন উদ্দিন (৩২), মোঃ আব্দুল ওয়াদুদের ছেলে মোঃ আলমগীর (৪৩) ও চাঁনপুর এলাকার সফিক মিয়ার ছেলে মোঃ জুয়েল আহম্মেদ @ বাপ্পি (৩৪)।

    র‌্যাব জানায়, আটককৃতরা পাসপোর্ট দালাল চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করে। তারা দীর্ঘদিন যাবৎ পাসপোর্ট তৈরী করে দেওয়ার নাম করে ভুক্তভোগী লোকজনের নিকট থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়ে আসছিল। তাদের কাছে টাকা জমা দিলে তারা নকল সীলমোহর ব্যবহার করে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে সকল কার্যক্রম সম্পন্ন করে পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট সংগ্রহ করে সরবরাহ করে আসছিল।

    এই বিষয়ে আটককৃতদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

    কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব এ বিষয়টি নিশ্চিত করেছেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ