• সিলেট বিভাগ

    কামারচাক ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল মছব্বির শেষ বিদায় দিতে হাজার মানুষ

      প্রতিনিধি ৩০ ডিসেম্বর ২০২১ , ৬:৩৯:৫৫ প্রিন্ট সংস্করণ

    দেলোয়ার হোসেন তরফদার-সিলেট বিভাগ ব্যুরো প্রধান:

    মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ৭নং কামারচাক ইউনিয়ন এর সাবেক দুইবারের মেম্বার ও সাবেক দুইবারের চেয়ারম্যান জনাব আব্দুল মছব্বির সাহেব গতকাল রাত ৮,৩০ মিনিটে উনার নিজ বাড়ীতে ইন্তেকাল করেন,উনার ইন্তেকাল খবর শুনে সমগ্র রাজনগর উপজেলায় এক সুখের ছায়া বিদ্যমান ছিল।আজ দুপুর ২,৩০ মিনিটে উনার জানাযা অনুষ্ঠিত হয়।উনার জানাযায় এলাকা ব্যতীত বিভিন্ন জেলা থেকে চাকুরী জীবি লোক জন চুটি নিয়ে উনাকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন।ঢাকা থেকে অতিরিক্ত পুলিশ সুপার জনাব রাসেদুল ইসলাম আসেন,আরও অনেক জেলা থেকে অনেক সরকারি চাকুরীরা আসেন।

    মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার জনাব জিয়াউর রহমান উপস্তিল ছিলেন,সি আই পি রহিম সাহেব ছিলেন।রাজনগর উপজেলা চেয়ারম্যান জনাব শাহাজাহান খান গত রাত থেকে উপস্তিত ছিলেন,৬নং টেংরা ইউনিয়ন এর সাবেক ও নিবাচিত চেয়ারম্যান জনাব টিপু খান ও ৩নং মুন্সিবাজার ইউনিয়ন নবনির্বাচিত চেয়ারম্যান জনাব রাহেল আহমদ সহ অনেক চেয়ারম্যান গত রাত থেকে এই গুনিজন কে শেষ শ্রদ্ধা জানাতে উপস্তিত ছিলেন,,আরও উপস্তিত অনেক উপজেলা ও ইউনিয়ন এর চেয়ারম্যান জনাব সেলিম খান ৭নং কামারচাক ইউনিয়ন এর চেয়ারম্যান,

    নবনির্বাচিত ৫নং রাজনগর সদর ইউনিয়ন চেয়ারম্যান জনাব জুবের চৌধুরীসহ,আজ ৩০/১২/২১ তারিখ দুপুর ২,৩০ মিনিটে দাপন সম্পূন্ন হয়।উনার অনেক আত্বীয়সজন ও একভাই একবোন,উনার পাচ ছেলে কে রাখিয়া চির বিদায় নেন,উনার বড় ছেলে জনাব জিল্লুর রহমান, অলিলা গ্রুপের ব্যবস্তাপনা পরিচালক,, উনার মেজ ছেলে জিয়াউর রহমান বতমান মেম্বার, সমাজ সেবক,উনার তিন নাম্বার ছেলে জনাব আতাউর রহমান ৭নং কামারচাক ইউনিয়ন এর নবনির্বাচিত চেয়ারম্যান। আর দুই ছেলে অলিলা গ্রুপের পরিচালক।

    সকল গুনিজন শুকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান, আল্লাহ যেন সবাইকে ধয্য ধরার তৌপিক দেন।জনাব আব্দুল মছব্বির সাহেব সব সময় মানুষের সেবায় নিয়োজিত ছিলেন।উনি নিজে আগামি ১/১/২০২২ তারিখ উনার ছেলে নবনির্বাচিত চেয়ারম্যান জনাব আতাউর রহমান এর উদ্দেশ্যে সমগ্র ইউনিয়ন বাড়ীর জন্য এক শিন্নির আয়োজন করেন,কিন্তূ উনি নিজে চলেগেলেন না ফিরার দেশে আর সেই সিন্নি হলো উনার তিন দিনের সিন্নি,জানাযার সময় অনেকেই বক্তব্য রাখেন,

    উনার বড় ছেলে অলিলা গ্রুপের পরিচালক মোহাম্মদ জিল্লুর রহমান, ইউনিয়ন বাসীকে শান্তনা দেন যে আমার পিতার স্বপ্ন ছিলো কামারচাক ইউনিয়ন কে একটি মডেল ইউনিয়ন এ রুপান্তরিত করতে,আমি সবাই কে সাথে নিয়ে আমার পিতার স্বপ্ন পূরন করবো,ইউনিয়ন বাসিকে আগামি ১তারিখ শনিবার মিলাদ মাহফিল ও সিন্নির দাওয়াত দেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ