• Uncategorized

    বিশ্বনাথে পলো বাওয়া উৎসব পালন

      প্রতিনিধি ১৬ জানুয়ারি ২০২১ , ১:০৮:৩৩ প্রিন্ট সংস্করণ

    বিশ্বনাথে পলো বাওয়া উৎসব পালন:

    হাওর বা গ্রামীণ জীবনের ঐতিহ্যের একটি অংশ হলো পলো বাওয়া। আগেকার দিনে বছরে একবার এ উৎসবটি পালন করতেন হাওর পারের লোকজন।

    উৎসব শুরু হওয়ার সপ্তাহ খানেক পূর্বে গ্রামগঞ্জে তেলের টিনে ডাক-ঢুল বাজিয়ে জানিয়ে দেয়া হতো উৎসবের দিনক্ষন।এবং নির্ধারিত সেই দিনেই আশ পাশ তথা দূর দুরান্তের গ্রাম থেকে জড়ো হতেন সৌখিনদার মৎস প্রেমি। সেই উৎসবটি ধরে রেখেছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোয়াহরী গ্রামের লোকজন।
    প্রতি বছর মাঘ মাসের প্রথম তারিখে গ্রামবাসী দক্ষিণের বড় বিলে ওই উৎসব পালন করে থাকেন।

    আজ শনিবার ১৬ জানুয়ারী সকাল থেকে লোকজন সিলেটের বিশ্বনাথ উপজেলার গোওয়াহরী গ্রামের পলোসহ মাছ ধরার বিভিন্ন সরন্জামাদী সাথে নিয়ে বিলের পাড়ে সমবেত হতে থাকেন।

    দুপুরে ১১টায় প্রবাসীসহ একসঙ্গে গ্রামের শত শত লোকজন পলো নিয়ে বিলের পানিতে ঝাঁপিয়ে পড়েন।

    এ সময় উৎসবটি উপভোগ করতে গ্রামের নারী-পুরুষ, শিশু-কিশোর, যুবক, যুবতী, প্রবাসীসহ সবাই মিলে বিলের পাড়ে উল্লাস করেন।
    বিলের পাড়ে উৎসব উপভোগ করতে যাওয়া গ্রামের জব্বার মিয়া নামের এক বৃদ্ধ জানান, তাদের পূর্বপুরুষেরা প্রায় দেড়শ’ বছর ধরে এ উৎসব পালন করে আসছেন।
    তাই তারা প্রতি বছর এ উৎসব পালন করে ধারাবাহিকতা রক্ষা করে আসছেন। উৎসবে পলো দিয়ে গ্রামের ইকবাল হোসেন, আব্দুল কাহার, আবদুল আহাদ, মিজানুল করিম, হানিফ উল্লা, মতিউর রহমান, জমির আলী, আসাদ আহমদ, আইন উদ্দিন, লিমন মিয়া, সুরত আলী, আবদুল আহাদ, মরতুজ আলী, আমিনুল ইসলাম, ফারুক আলী, সাইদুর রহমান, ফয়জুর রহমান, মুহিবুর রহমান ও ওয়াহিদুর রহমানসহ গ্রামের অনেকেই রুই, রাঙ্গা কারপু, বোয়াল, শউল ও মাগুর মাছসহ হরেক রকমের মাছ ধরেছেন।

    এ বিষয়ে যুক্তরাজ্য প্রবাসী ছাদিক হোসাইন বলেন, গ্রামবাংলার ঐতিহ্যবাহি পলো বাওয়া উৎসব প্রতি বছর উৎসবের মত পালন করা হয়। এতে সব বয়সি মানুষ উৎসবে অংশ গ্রহন করেন। তিনি বলেন, পলো বাওয়া উৎসবে অনেক প্রবাসী সৌখিন মানুষেরা প্রবাস থেকে আসেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ