• আইন ও আদালত

    নোয়াখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক মাদকসহ গ্রেপ্তার-১

      প্রতিনিধি ২২ মে ২০২৩ , ৭:১৫:৫১ প্রিন্ট সংস্করণ

    জুনায়েদ কামাল-নোয়াখালী জেলা প্রতিনিধিঃ

    নোয়াখালী সদর উপজেলার ৯ নং কালাদরাপ ইউনিয়নের খলিফার হাট দক্ষিণ বাজার স্কুল রোডস্থ খুরশিদা হোমিও হল নামীয় হোমিও ফার্মেসীর স্বত্বাধিকারি মোঃ ইউসুফ (৪৪) কে মাদক দ্রব্য সহ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় কর্তৃক আজ ২২মে সোমবার গ্রেফতার করা হয়।

    মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এজাহার সূত্রে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় নোয়াখালী-এর পি.আর নং ৯৭/২০২৩ এর সুত্রে জানা যায় আসামি মোঃ ইউসুফ (৪৪) পিতা: মৃত নূর মোহাম্মদ মাতা: খুরশিদা বেগম সাং ব্রহ্মপুর (দক্ষিণ হাজী বাড়ি) ০৬ নং ওয়ার্ড ০১ নং চরমটুয়া ইউপি, ডাকঘর: ব্রহ্মপুর-৩৮০৯ থানা: সুধারাম, জেলা: নোয়াখালী।

    তাকে (১) HOMEO PATHETIC MOTHER TINCTURE লেবেলযুক্ত রেক্টিফাইড স্পিরিট (অ্যালকোহল) ২৯৮ (দুইশত আটানববই) বোতল, প্রতি বোতলে ৪৫০ এম.এল করে মোট (২৯৮×৪৫০)=১৩৪.১০০ (একশত চৌত্রিশ দশমিক এক শূণ্য শূণ্য লিটার) (২) সাদা ও নীল রঙের ২৩৮ (দুইশত আটত্রিশ) টি ছোট কাগজের কার্টুন এর ভিতর ডাইলুশন নামীয় রেক্টিফাইড স্পিরিট (অ্যালকোহল) প্রতি কার্টুনে ১২ বোতল করে মোট (২৩৮×১২) = ২৮৫৬ বোতল, প্রতি বোতলে ৩০ এম.এল করে মোট (২৮৫৬×৩০) = ৮৫.৬৮০ লিটার । সর্বমোট ২৯৮+২৮৫৬=৩১৫৪ (তিনহাজার একশত চুয়ান্ন) বোতলে ২১৯.৭৮০ লিটারসহ হাতেনাতে গ্রেফতার করেন। গ্রেফতার করার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ (২০১৮ সালের ৬৩ নং আইন) ধারা ৩৬ (১) সারনির ২৪ (গ) তাকে আদালতে সোপর্দ করা হয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ