• Uncategorized

    নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় বাউফলে আটক ০৫

      প্রতিনিধি ১১ অক্টোবর ২০২২ , ১:০৫:২৩ প্রিন্ট সংস্করণ

    সামদ্রিক ইলিশের বাধাহীন প্রজনন ও সংরক্ষণের লক্ষ্যে সাগরে মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা চলছে। কিন্তু পটুয়াখালীর বাউফলে অনেক জেলেই মানছেন না এ নিষেধাজ্ঞা।

    ১১ অক্টোবর মঙ্গলবার দিবাগত রাতে দেড়টা থেকে সকাল সাড়ে সাতটা পর্যন্ত তেতুঁলিয়া নদীতে উপজেলা মৎস্য বিভাগ ও নৌ পুলিশের মা ইলিশ রক্ষা অভিযানে ০৫ জনকে আটক করা হয়েছে।

    আটককৃতরা হলেন, নাজিরপুর-তাঁতেরকাঠি ইউনিয়নের ধানদী গ্রামের আমির হোসেন চৌকিদারের দুই ছেলে মো. বশির উদ্দিন (৩০) ও জসিম উদ্দিন (২৩), বড় ডালিমা গ্রামের শামসুল হকের ছেলে মো. মজিবুর (৪২), চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরমিয়াজান গ্রামের মৃত মোগল রাঢ়ীর ছেলে মো. আজিজ (৪০) সদর ইউনিয়নের অলিপুরা গ্রামের মৃত ইসহাক হাওলাদারের ছেলে খলিলুর রহমান(৪০)।

    কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. লুৎফার রহমান জানান, ‘ মা ইলিশ রক্ষায় ২২দিনের নিষেধাজ্ঞা চলছে। মা ইলিশ রক্ষায় মৎস্য বিভাগ ও নৌ পুলিশের যৌথ অভিযান ৫জেলে আটক করা হয়। এসময় জব্দ করা হয় ২হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ আইনে তিনটি পৃথক মামলা রুজু করা হয়েছে,,

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ