• ময়মনসিংহ বিভাগ

    নির্বাচিত হলে এক বছরের ১১ লাখ টাকার ক্যাবল বিল মাফ করে দেয়ার অভিযোগ।

      প্রতিনিধি ৩০ জানুয়ারি ২০২২ , ১১:৪৬:৫৩ প্রিন্ট সংস্করণ

    সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ

    জামালপুরের সরিষাবাড়ীতে আগামী ৩১ জানুয়ারি অনুষ্ঠিতব্য পিংনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচিত হলে এক বছরের টিভি ক্যাবল বিল না নেয়ার ঘোষনা দেয়ার অভিযোগ উঠেছে এক মহিলা প্রার্থীর বিরোদ্ধে জানা যায়, পিংনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে মহিলা সদস্য প্রার্থী হিসাবে ৪,৫, ও ৬ নং ওয়ার্ডের (তালগাছ) প্রতিকে নির্বাচন করছেন টিভি ক্যাবল ব্যাবসায়ী রোকসানা পারভিন রুমা।তার ক্যাবল ব্যাবসায় ০৬ শতাধীক গ্রাহকের পরিবারে ভোটার রয়েছে প্রায় দুই হাজার।

    আর সে এ সুযোগকে কাজে লাগিয়েই সে পুরো এক বছরের বিল না নেয়ার ঘোষনা দেন। প্রতি মাস ক্যাবল বিল ১৫০ টাকা হিসাবে ছয় শত গ্রাহকের ১২ মাসের মোট ক্যাবল বিল প্রায় ১১ লাখ টাকা। তবে অভিযোগ অস্বীকার করে রোকসানা পারভিন রুমা বলেন, আমি এ রকম কোন ঘোষনা বা প্রতিশ্রুতি দেইনি। নির্বাচনের সাথে ব্যাবসার কোন সম্পর্ক নেই ব্যাবসা ব্যাবসার গতিতে চলবে।এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মাকসুদ আলম বলেন, এটা আসলে এ রকম কিছু বলা নেই আচারণ বিধির মধ্যে তবে এ রকম কিছু না বলাই সঠিক।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ