• আইন ও আদালত

    সিরাজগঞ্জের বেলকুচি পৌর মেয়রের বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু

      প্রতিনিধি ১২ অক্টোবর ২০২২ , ১:৫৩:০৯ প্রিন্ট সংস্করণ

    মোঃ লুৎফর রহমান লিটন
    সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

    সিরাজগঞ্জ: সরকারি কাজে বাঁধা দেয়া ও সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা সমবায় অফিসার সিরাজুল ইসলামকে হুমকী দেয়ার মামলায় (এনজিআর/২০২২) বেলকুচি পৌর সভার মেয়র ও অব্যাহতি প্রাপ্ত উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক সাজ্জাদুল হক রেজার বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু হয়েছে।এই মামলায় সিরাজগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বুধবার (১২ অক্টোবর) বেলকুচি উপজেলা সমবায় অফিসার সিরাজুল ইসলামের স্বাক্ষ্য গ্রহনের দিন ধার্য্য থাকলেও তিনি আদালতে উপস্থিত না থাকায় স্বাক্ষ্য গ্রহন অনুষ্ঠিত হয়নি।এ তথ্য নিশ্চিত করে এই আদালতের সহকারী নুরে আলম বলেন, আগামী ২৯ ডিসেম্বর পুনরায় স্বাক্ষ্য গ্রহনের জন্য দিন ধার্য্য করেছে আদালত।মামলার নথি সুত্রে জানাযায়, ১৪ জানুয়ারি তারিখে অনুষ্টিতব বেলকুচি উপজেলার মুকুন্দগাতী বাজার বনিক সমবায় সমিতি লি. নির্বাচনের জন্য জেলা সমবায় অফিস, বেলকুচি উপজেলা সমবায় অফিসারকে সভাপতি করে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি নিয়োগ করে। নির্বাচনে মনোনয়নপত্র বিতরনের পূর্বেই বেলকুচি পৌরসভার মেয়র সাজ্জাদুল হক রেজা টেলিফোনে নানা বিধ কথা বলে নির্বাচনি কার্যক্রম বন্ধের জন্য নির্দেশ দেন।এর পর মেয়রের সাথে সমবায় অফিসারের স্বাক্ষাত হলে মেয়র বলেন, পৌরসভার মধ্যে বাজার। অনেক টাকা বাকী। এছাড়া বনিক সমিতির ভোটার তালিকায় সমস্যা আছে। আপনি নির্বাচন বন্ধ করেন। পরবর্তীতে চলতি বছরের ১ জানুয়ারি রাত ১টা ২৩ মিনিটে মেয়র সাজ্জাদুল হক রেজার ফেসবুক আইডির ম্যাসেঞ্জার থেকে সমবায় অফিসারকে হুমকী দেয়া হয়। এতে সমবায় অফিসার নিরাপত্তা হীনতায় ভুগছেন উল্লেখ করে গত ১৩ জানুয়ারি বেলকুচি থানায় সাধারণ ডায়রী করে।বেলকুচি থানার উপ-পরিদর্শক নূরে আলম সিদ্দিকীকে সাধারণ ডায়রীটি তদন্তের দায়িত্ব দেয়া হয়। তদন্তকালে সাক্ষ্য প্রমানে উপজেলা সমবায় অফিসারকে সরকারি কাজে বাঁধা দেয়া ও হুমকী প্রদানের পেনাল কোড ১৮৬/১৮৯ ধারায় অপরাধের বিষয় প্রাথমিক ভাবে সত্য প্রতিয়মান হওয়ায় গত ২৩ মার্চ আদালতে প্রতিবেদন দাখিল করেন। আদালতে চার্জ গঠনের পর আজ বুধবার সমবায় অফিসারের স্বাক্ষ্য গ্রহন করার দিন ধার্য্য ছিলো।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ