• জাতীয়

    নির্বাচন কতোটা প্রতিদ্বন্দ্বিতামূলক হবে তা এ মুহূর্তে বলা যাচ্ছে না, তবে কমিশন চেষ্টা করে যাচ্ছে -রাজশাহীতে সিইসি

      প্রতিনিধি ২০ ডিসেম্বর ২০২৩ , ১০:১৫:০৪ প্রিন্ট সংস্করণ

    মোঃ মমিনুল ইসলাম মুন-বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:

    নির্বাচন কতোটা প্রতিদ্বন্দ্বিতামূলক হবে তা এ মুহূর্তে বলা যাচ্ছে না, কিন্তু আমরা এবং প্রার্থীরা সকলেই মিলে প্রতিদ্বন্দ্বিতার অনুকূল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছি। আমি বিশ্বাস করি প্রতিদ্বন্দ্বিতামূলক হবে এবং ভোটাররা ভোটকেন্দ্রে আসবেন এই বিশ্বাস এবং প্রত্যয় আমাদের আছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
    তিনি আজ সকালে রাজশাহীর সার্কিট হাউজে জেলার ছয়টি সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের সাথে মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন। এ সময় নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা, নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম, রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবীর, রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শামীম আহমেদ উপস্থিত ছিলেন। পরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানে নিমিত্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরসহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন সিইসি।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ