• সাহিত্যে

    ধামইরহাটে কবি এস এম আব্দুর রউফ এর ৯ম গ্রন্থ ‘গীতিমঞ্জরী’র সৌজন্য সংখ্যা হস্তান্তর

      প্রতিনিধি ১৩ মার্চ ২০২২ , ১:০৩:৫৭ প্রিন্ট সংস্করণ

    ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ

    নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)’র বিশিষ্ট গীতিকার, ধামইরহাট সরকারী এম এম কলেজের সহকারী অধ্যাপক কবি এস এম আব্দুর রউফ এর ৯ম গ্রন্থ ‘গীতিমঞ্জরী’ হস্তান্তর করা হয়েছে।

    ১৩ মার্চ বিকেল ৪ টায় উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে ইউএনও গনপতি রায়ের হাতে সৌজন্য সংখ্যা তুলে দেন কবি এস এম আব্দুর রউফ। এ সময় সরকারী এম এম কলেজের প্রভাষক ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিনহাজুল হক সরকার শিবলী, প্রভাষক আবু হানিফ প্রমুখ উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য কবি এস এম আব্দুর রউফ ‘বিভ্রান্ত পৃথিবী ও বিক্ষুব্ধ জীবন, গীতিরত্ন, রৌদ্রনীল মহাকাশ, বিষ পিয়ালায় শেষ চুমুক, প্রেম ও ফুল, উঃ! কী বিবর্ণ মহাপৃথিবী, বিচ্ছিন্ন রচনাবলী, বিশ্বলোকে-আমার পদার্পণ ও সর্বশেষ গ্রন্থ ‘গীতিমঞ্জরী’ প্রকাশ করে দেশে খ্যাতি অর্জন করেছেন।

    ইতিমধ্যেই তিনি সাহিত্যক্ষেত্রে অনন্য অবদানের জন্য ২০১০ সালে ‘শিশুকবি রকি’ সাহিত্য পুরস্কার ও ২০১৬ সালে ‘প্রেরণা’ সাহিত্য পুরস্কার এবং ২০১৭ সালে নওগাঁ লেখক পরিষদ কর্তৃক ‘বরেন্দ্রভূমি’ সাহিত্য পুরস্কার লাভ করেন