• সাহিত্যে

    “মায়াচিহ্ন” লেখায়-রাফিয়া চেতনা

      প্রতিনিধি ২ ডিসেম্বর ২০২১ , ৯:২৪:০৭ প্রিন্ট সংস্করণ

    কবিতা: মায়াচিহ্ন
    লেখায়-রাফিয়া চেতনা

    পদচিহ্ন বেয়ে এসো না,
    পিছুটানের মায়া লেপ্টে যাবে
    তোমার কপোল জুড়ে,
    এক বুক স্বপ্ন নিয়ে ললাট বেয়ে
    আনমনে সব জ্যোৎস্নায় আঁকা,
    মায়াচিহ্নের জোগাড় হয়ে।
    কাব্যের আহ্ববানে দিনলিপি নিয়ে
    নীলাম্বরীর ভাজে ভাজে,
    জমে থাকা সব অভিমান গুলো
    রোজ মধ্যাহ্নের আমন্ত্রণে,
    ঠিক তোমার ললাট জুড়ে
    মায়াচিহ্ন এঁকে যাবে!
    স্বপ্ন গুলো সব উড়ে এসে
    বুকের বা’পাশে কাব্য লিখে যাবে,
    অবিরত উপন্যাসের নিমন্ত্রণে!
    তাইতো বলছি,থেকে যাও
    তোমার উড়োচিঠি নিয়ে আনমনে।
    এ মায়াভরা পিছুটানের ছায়ায়
    আগলে রেখে হারিয়ে,
    খুঁজো না তুমিহীন তোমাকে!
    মায়াচিহ্নের এই মলিনতায়,
    ইতি হয়ে গল্পের সূচনায় এসো!
    মায়াভরা এক পৃথিবী ভালোবাসা নিয়ে,
    অনুভূতির আড়ালে মায়াচিহ্ন হয়ে,
    আজীবনের মায়ায় সারাজীবনের
    হাতছানি নিয়ে এই মায়াচিহ্নে!

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ